শিরোনাম
◈ টি-টো‌য়ে‌ন্টি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে বাংলাদেশ নারী দল ◈ সোমবার নয় মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া ◈ পদত্যাগ করবেন ওয়ারেন বাফেট ◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০৯:১২ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা

স্পোর্টস ডেস্ক ; এতদিন বিষয়টি নিয়ে কিছু জানা গেলেও এবার মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার কা‌গি‌সো রাবাদা। মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বর্তমানে সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে আছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ মে) এক বিবৃতিতে নিজের দোষের কথা স্বীকার করেন রাবাদা। এই ঘটনার জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই পেসার। তবে পুরো ঘটনা নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন রাবাদা। দুটি ম্যাচ খেলে গত এপ্রিলে শুরুতে তিনি দেশে ফিরে যান। সে সময় ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত একটি গুরুত্বপূর্ণ বিষয় সামাল দিতে তাকে দেশে ফিরতে হচ্ছে।

বিবৃতিতে রাবাদা বলেন, “যেমনটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আমি সম্প্রতি ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে এসেছি। এটি হয়েছিল, কারণ পরীক্ষায় আমার দেহে একটি বিনোদনমূলক মাদক নেওয়ার প্রমাণ পাওয়া গিয়েছিল।

আমি আমার এই কাজের জন্য গভীরভাবে দুঃখিত। যাদেরকে আমি হতাশ করেছি, তাদের কাছে ক্ষমাপ্রার্থী। ক্রিকেট খেলার সুযোগকে আমি কখনোই অবহেলা করব না। এই সুযোগটা আমার চেয়ে অনেক বড় কিছু।

এসময় তার পাশে থাকার জন্য পরিবার, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ও গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়ে ২৯ বছর বয়সী এই পেসার বলেন, “আমি এখন সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে আছি এবং আমি আবারও সেই খেলায় ফিরতে মুখিয়ে আছি, যেটাকে আমি ভালোবাসি।

আইপিএল কিংবা আইসিসি এখনও রাবাদার বিরুদ্ধে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা দেয়নি।

গত অক্টোবরে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়া রাবাদা দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের প্রধান ভরসা। আগামী জুনে লর্ডসে অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবে প্রোটিয়ারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়