শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০১:২০ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুষ্পা ২’ ৩ দিনেই ৫৫০ কোটি আয়!

মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল ‘পুষ্পা ২’, মুক্তির পর সিনেমাহলে সুনামি উঠবে তা অনুমেয় ছিল। বক্স অফিসে দেখাও গেল সেই দৃশ্যই। একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমাটি। ইতোমধ্যে মুক্তির মাত্র ৩ দিনেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৫০০ কোটির বেশি!

সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে দুর্দান্ত আয় দিয়েই শুরু করেছে।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ভারতে প্রিমিয়ারের দিন ১০.৬৫ কোটি রুপি আয় করেছিল সিনেমাটি। এরপর মুক্তির প্রথম দিন বৃহস্পতিবার সিনেমাটি আয় করে ১৬৪ কোটি রুপি। দ্বিতীয় দিন শুক্রবার ৯৩.৮ কোটি রুপি আয় তুলে নেয়। তৃতীয় দিন শনিবার আয় করে ১১৫.৫৮ কোটি রুপি।

যার ফলে তিনদিনে ভারতে সিনেমাটির আয় ৩৮৩ কোটি রুপি। তিন দিনে বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৫৫০ কোটি রুপি।

এদিকে, মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে সিনেমাটি। অ্যাকশন ও মাসালা সিনেমা যারা পছন্দ করেন তাদের কাছে বেশ ভাল লেগেছে এটি।

অনেকেই ভাসাচ্ছেন প্রশংসায়। তবে সমালোচকদের প্রশ্নের তীরেও বিদ্ধ হচ্ছে সিনেমাটি। অনেকের মতে, প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি ‘পুষ্পা ২’। গল্পে দম নেই বলেই মনে করছেন অনেকে। প্রথম কিস্তির মতো বৈচিত্রতাও নেই চিত্রনাট্যে। তবে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন আল্লু অর্জুন।

২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বের সব রেকর্ড ভেঙে একাকার করে দেবে ‘পুষ্পা ২’। ইতোমধ্যেই ৫৫০ কোটি আয় সেই ইঙ্গিতই দিচ্ছে ‘পুষ্পা ২’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়