শিরোনাম
◈ পাগলপ্রায় পরিস্থিতি! সাইফকে কোপানোর সময়ের ভিডিও প্রকাশ্যে ◈ যারা ফ্যাসিস্ট দলটিকে পুনর্বাসনের জন্য তৎপরতা দেখাচ্ছেন, আপনারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন : হাসনাত ◈ সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৭ ◈ সর্বদলীয় বৈঠকে থাকছে বিএনপি, অংশ নিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ◈ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ◈ লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত ◈ দুর্নীতিবিরোধী মন্ত্রী আজ নিজেই দুর্নীতিগ্রস্ত: টিউলিপকে ইলন মাস্কের খোঁচা ◈ বাইডেন রাজনৈতিক জীবনের ইতি টানলেন বিদায়ী ভাষণে ◈ জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে এখনও বিএনপির অংশ নেয়ার সিদ্ধান্ত হয়নি (ভিডিও) ◈ জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সর্বদলীয় বৈঠক

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৪, ১০:১০ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় কি আসলেই রাস্তায় নামাজ পড়েছেন আতিফ আসলাম?

ঢাকার আর্মি স্টেডিয়ামে গত শুক্রবার ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে সংগীত পরিবেশন করেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আয়োজকদের মতে, এদিন স্টেজে ১ ঘণ্টা ২০ মিনিট গান গাওয়ার কথা থাকলেও ভক্ত-শ্রোতার ভালোবাসায় অভিভূত হয়ে টানা ৩ ঘণ্টা মাতিয়েছেন তিনি।

কনসার্টের উদ্দেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পা রাখেন আতিফ। ছিলেন একটি পাঁচতারকা হোটেলে। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক।

এদিকে, ইতোমধ্যে সড়কের পাশেই মাস্ক পরিহিত অবস্থায় আতিফের নামাজ আদায়ের একটি ভিডিও ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল সেই ছবিতে দেখা যায়, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ থাকায় রাস্তায় জায়নামাজ বিছিয়ে জুমার নামাজ আদায় করছেন আতিফ। পাশেই নিরাপত্তায় নিয়োজিত ‍দুই জন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। গায়কের এমন সাদামাটা আচরণের প্রশংসা করছেন নেটিজেনরা।

বিষয়টি নিয়ে কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, গত শুক্রবার জুমার নামাজ পড়েছিলেন আতিফ। কিন্তু কোথায় পড়েছেন সে বিষয়ে অবগত নন তারা। আর ভাইরাল হওয়া ছবিটা আতিফ আসলামের কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তারা।

উল্লেখ্য, ম্যাজিক্যাল নাইট-২.০ কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করেছেন পাকিস্তানের আরেক শিল্পী আব্দুল হান্নান। ছিলেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়