শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪, ০৫:৩৮ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ বউ নিয়ে এবার এক বিছানায় বিগ বস তারকা আরমান মালিক

সন্তানদের ন্যানিকে তৃতীয়বার বিয়ে করলেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার আরমান মালিক। এবার তিন বউ নিয়ে এক বিছানায় বিগ বস তারকা। আর সর্বক্ষণ বাড়িতে থেকে সন্তানদের কেয়ারটেকারের কাজ করা লক্ষ্যা।

বিগ বস ওটিটি সিজন ৩-এ দেখতে পাওয়অ আরমান মালিক তার সন্তানদের কেয়ারটেকারের সঙ্গে তৃতীয়বার বিয়ে করেছেন বলে খবর বেরিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার আরমান, পায়েল ও কৃতিকার দাম্পত্য বেশ কয়েক বছর ধরেই গুঞ্জন শুরু হয়েছে। তবে তা বিশেষ করে লোকচক্ষুতে আসে, যখন তারা তিনজনে একসঙ্গে বিগ বস ওটিটিতে অংশ নেন। আর তখনই সামনে আসে এই দুজনকে বিয়ের আগে, তিনি আরও একজনকে বিয়ে করার ঘটনা। আর এবার আসছে এই ইউটিউবারের চার নম্বর বিয়ের খবর, তাও আবার নিজের সন্তানদেরই ন্যানিকে। যিনি সর্বক্ষণ বাড়িতে থেকে কেয়ারটেকারের কাজ করে থাকেন। 

করবা চৌথ পালনের ছবি-ভিডিও সামাজিকমাধ্যমে আসতেই তা নিয়ে সমালোচনা শুরু হয়। আরমান মালিকের পাশে নতুন বউয়ের সাজে পোজ দেওয়া মেয়েটির নাম লক্ষ্যা। যে মালিক বাড়িতেই কাজ করে। আর দেখা গেল লক্ষ্যার হাতের মেহেন্দিতে লেখা আরমানের নাম। আরমানের আসল নাম সন্দীপ। তিনি পায়েলের পর কৃতিকাকে বিয়ে করেন। আর কৃতিকাকে বিয়ে করতে চেয়ে যখন হিন্দু থেকে মুসলিম হন, তখন সন্দীপ থেকে হয়ে যান আরমান মালিক। তবে অফিসিয়ালি দুটি নামই ব্যবহার করতে দেখা যায় তাকে। 

আর এ নিয়ে সমালোচনা শুরু হতেই আরমান লক্ষ্যার সঙ্গে তোলা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন— মানুষের কাজই হলো আপনাকে জাজ করা। তবে মনে রাখতে হবে— মানুষের কথায় তো আর পেট ভরে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়