শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির ◈ মাদক সেবনের অপরা‌ধে ক্রিকে‌টে সাময়িক নিষিদ্ধ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার রাবাদা ◈ বাংলা‌দে‌শের যুবারা ১৪৬ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা‌কে ◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ?

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪, ০৩:০৬ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐশ্বরিয়া–অভিষেকের সম্পর্কে ভাঙন নিয়ে যা বললেন নিমরাত

বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতিকে ঘিরে গুঞ্জন যেন কাটছেই না। ভাঙতে বসেছে এই জুটির দাম্পত্য জীবন। তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছে অভিনেত্রী নিমরাত কৌরের। নিমরাতের কারণেই নাকি তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হচ্ছেন নিমরাত। যদিও দীর্ঘ চর্চায় মুখে কুলুপ এঁটে ছিলেন তাঁরা। অবশেষে সংবাদমাধ্যমের কাছে এ নিয়ে মুখ খুললেন নিমরাত। 

সংবাদমাধ্যমের কাছে নিমরাত বলেন, ‘আমি যা-ই করি মানুষ তাদের ইচ্ছে মতো মন্তব্য করবেই।’ তাঁর ও অভিষেক বচ্চনের প্রেমের গুঞ্জন নিয়ে নিমরাত বলেন, ‘এমন কোনো গুঞ্জনই নেই। আমি মন দিয়ে নিজের কাজ করছি।’ 

ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে নিমরাত কথা বললেও তাঁর বিরুদ্ধে চলা ট্রোলিং নিয়েও মন্তব্য করেননি। এখন শুধুই কাজ নিয়ে ব্যস্ত বলে সাফ জানান এই অভিনেত্রী।  

২০২২ সালে মুক্তি পায় অভিষেক ও নিমরাতের অভিনীত সিনেমা ‘দসভি’। ওই সিনেমার শুটিংয়ের সময় থেকেই অভিষেক ও নিমরাতের ঘনিষ্ঠতা শুরু এমন গুঞ্জন চাউর হয়। ইতিমধ্যে ওই সিনেমা প্রচারের সময়ের বেশ কিছু সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বিয়ে নিয়ে মত প্রকাশ করতে দেখা যায় নিমরাতকে।  

সেই সাক্ষাৎকারে বিয়ে ও দাম্পত্যের প্রসঙ্গ উঠলে সঞ্চালক জানান, তাঁর (অভিষেকের) দাম্পত্যের মেয়াদ দীর্ঘ। এ কথায় অবাক হন নিমরাত। মশকরা করে বলে ফেলেন, ‘এত দিন কোনো বিয়ে টেকেই না।’ নিমরাতের মন্তব্যে হেসে ওঠেন অভিষেক। প্রত্যুত্তরে বলেন, ‘ধন্যবাদ।’ 

সিনেমার প্রমোশনের সময় অন্য এক সাক্ষাৎকারে অভিষেক জানান তিনি আউটডোর শুটিংয়ে গেলে হোটেলে বেশির ভাগ সময় না খেয়ে থাকেন। অভিষেক বলেন, আমি আসলে লজ্জা পাই। তবে কিছু খেয়েছি কি না ঐশ্বরিয়া জানতে চাইলে বলি, ’ না খাইনি। তখন ওকে ফোন করে খাবার অর্ডার করতে হয়।’  
ওই সাক্ষাৎকারের সময় অভিষেক সঙ্গে নিমরাতও উপস্থিত ছিলেন। অভিষেকের বক্তব্য শুনে নিমরাত বলেন, ‘কী মিষ্টি! সৌভাগ্যবান মানুষ।’  

প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবন ঐশ্বরিয়া ও অভিষেকের। ২০০৭ সালে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি। গুঞ্জন ওঠে ‘দসভি’ সিনেমার শুটিং এর সময় একে-অপরের কাছাকাছি আসেন অভিষেক-নিমরাত। যদিও এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে ঐশ্বরিয়া বা অভিষেক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়