শিরোনাম
◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক ◈ নির্বাচিত সরকার অবশ্যই স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: তারেক রহমান ◈ লন্ডনে প্রকাশ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাদের! (ভিডিও) ◈ অনুমোদনহীন হজ পালনে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ◈ চমচমের পর এবার টাঙ্গাইলের ‘জামুর্কীর সন্দেশ’ পেলো জিআই স্বীকৃতি ◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট!

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৪, ০৪:৫৮ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্ডাস্ট্রিতে ধান্দাবাজ লোক বেশি হয়ে গেছে : বাপ্পারাজ

বিনোদন ডেস্ক : আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। নায়করাজ রাজ্জাকের পুত্র তিনি। নিজের অভিনয়গুণেও দিয়েছেন অনেক হিট সিনেমা। ১৯৮৬ সালে রাজ্জাকের পরিচালনায় ‘চাঁপাডাঙার বউ’ সিনেমার মাধ্যমে পর্দায় আসেন তিনি।

তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বাপ্পারাজ অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। মন জয় করেছেন দর্শকদের। বর্তমানে ক্যামেরা থেকে অনেকটাই দুরে এই অভিনেতা। এফডিসিতেও তেমন দেখা যায় না তাকে।

মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন। সিনেমা নিয়ে ভাবনার কথাও জানান।  সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এ অভিনেতা। যেখানে উল্লেখ করেন, ‘কতদিন ফুলের তোড়া হাতে গ্রুপ ছবি তোলার দৃশ্য দেখা হয় না।


’ তবে কাকে উদ্দেশ করে এমন পোস্ট, সেটি পরিষ্কার করেননি। এ বিষয়ে জানতে চাইলে বাপ্পারাজ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি থেকে ভালো লোকজন সরে গেছে, বাজে লোক বেশি হয়ে গেছে। তারা সিনেমা বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে। মাঝে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি এ রকম হয়ে গিয়েছিল। আমাদের জোর করে বিভিন্ন জায়গায় নিয়ে যেত।

বলত, ওইখানে যেতে হবে, সেখানে যেতে হবে। যেমন, কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে শিল্পী সমিতিতে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে বলা হতো! আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারও পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না। আমাদের এখানে এ ট্রেন্ড কিন্তু মাঝখানে চালু হয়ে গিয়েছিল। এটা তোষামোদি। কাজের থেকে তোষামোদিই এখানে বেশি করা হয়।’ 

চলচ্চিত্রের সংকটের দিক নিয়ে এ অভিনেতা বলেন, ‘আমাদের সমস্যা হচ্ছে, আমাদের সিনেমা বানানোর লোক দরকার। এখানে ধান্দাবাজ লোক বেশি হয়ে গেছে। এখনো কিছু লোক আছে, তারা কোণঠাসা হয়ে আছে। দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না, দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। কাজের লোক কমে গেছে, এজন্যই এফডিসিতে রাজনীতি চলত!’

বাপ্পারাজকে সর্বশেষ দেখা গেছে গতবছর ‘ফ্ল্যাশব্যাক ৭১’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায়। এরপর ক্যামেরার সামনে আর দাঁড়াননি তিনি। 
সুত্র : কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়