শিরোনাম
◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক ◈ নির্বাচিত সরকার অবশ্যই স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: তারেক রহমান ◈ লন্ডনে প্রকাশ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাদের! (ভিডিও) ◈ অনুমোদনহীন হজ পালনে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ◈ চমচমের পর এবার টাঙ্গাইলের ‘জামুর্কীর সন্দেশ’ পেলো জিআই স্বীকৃতি ◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট!

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০২:১২ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুঞ্জন নয়, উত্তর দিলেন নির্মাতা রায়হান রাফী

তুফান’ ঝড়ের পর এবার নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তরুণ নির্মাতা রায়হান রাফী। আর নতুন সিনেমার নাম ‘লায়ন’। ইতিমধ্যেই শোবিজে গুঞ্জন রটেছে- রাফীর নতুন সিনেমায় কাজ করবেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ আর এবার বাংলার চঞ্চল চৌধুরী।

তবে এবার আর গুঞ্জন নয়, উত্তর দিলেন রাফী নিজেই। জানালেন, ‘লায়ন’-এ থাকছেন কলকাতার অভিনেতা জিৎ আর দেশের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ।

রাফীর কথায়, ‘আমার পরের সিনেমা, অর্থাৎ আসছে রোজার ঈদের জন্য নির্মাণ করছি “লায়ন”। নায়ক থাকছেন দুজন। একজন টালিউডের জিৎ, অন্যজন ঢালিউডের রাজ। বাকি সব গুঞ্জন।’

নির্মাতা আরও বলেন, ‘যুদ্ধ হবে। তবে এখনই নয়। রাজ হয়ে উঠতে শরিফুল রাজকে আরেকটু সময় দিতে হবে। “লায়ন” সেই সময়ের অনেকটাজুড়ে থাকছে। রাজকে নিয়ে “পরাণ” ও “দামাল” করার পর আমি লম্বা সময় নিয়েছি। চেয়েছি ওকে নিয়ে একটা তুমুল অ্যাকশন ছবি বানানোর। “লায়ন” সেই ছবিটি। এখানে জিৎ ও রাজ পাল্লা দিয়ে কাজ করবে।’

রাফী নিশ্চিত করেন, ‘লায়ন’ নায়ক-ভিলেনের সিনেমা নয়। এখানে জিৎ-রাজ দুজনেই সমান্তরাল নায়করূপে থাকছেন।

তিনি জানান, দুই নায়ক দুই ইন্ডাস্ট্রির হলেও নায়িকারা থাকছেন ঢালিউডের। সেটি শিগগিরই জানান দেবে নির্মাতা। আর আগামী ডিসেম্বর থেকে ‘লায়ন’র শুটিং শুরু হচ্ছে।

সিনেমাটি প্রযোজনায় ভারত থেকে থাকছে স্যাডো ফিল্মস। বাংলাদেশ থেকে থাকছে আরও দুটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেই মোতাবেক, এই সিনেমার বাজেট ছাড়াবে ‘তুফান’ কেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়