শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৪, ০৮:১৩ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রয়া স্বামী’কে জেলে পাঠানোর দাবি জানালেন মেহজাবীন

মনিরুল ইসলাম  ঃ  সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার হঠাৎ নেটদুনিয়ায় খেপেছেন অভিনেত্রী।

মেহজাবীন তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এমনকি সেই পোস্টটি ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও ট্যাগ করেছেন তিনি।

বিষয়টি তার ব্যক্তিগত না হলেও তিনি পুলিশকে তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে জেলে পাঠানোর দাবি জানান।

ঘটনার সূত্রপাত, রয়া তাসনিম নামের এক অপরিচিতার ফেসবুক পোস্ট দেখেই খেপেছেন এ অভিনেত্রী। পোস্টে নির্যাতিতা রয়া জানান, তার স্বামী মারাত্মকভাবে তাকে আহত করেছেন এবং মেরে ফেলার চেষ্টাও করছেন এখন। পাশপাশি ওই পোস্টের সঙ্গে প্রমাণস্বরূপ কিছু ছবিও প্রকাশ করেছেন রয়া। যেখানে দেখা যাচ্ছে ভয়ংকর আহত অবস্থায় হাসপাতালে পড়ে আছেন তিনি।

রয়ার দাবি, তার স্বামী ক্ষমতাধর বলে পুলিশের কাছে গিয়েও কোনো বিচার পাননি তিনি। ঘটনাটি গত ১০ এপ্রিলের। তবে এখন নতুন বাংলাদেশের পুলিশ প্রশাসনই শেষ ভরসা তার। প্রত্যাশা করছেন এবার হয়তো বিচার পাবেন তিনি, নিশ্চিত করতে পারবেন তার স্বাভাবিক জীবন।

মূলত এই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করে মেহজাবীন লিখেছেন, এই অভিযোগটি অবশ্যই তদন্ত করা উচিত যত দ্রুত সম্ভব। এখনই অভিযুক্ত স্বামীকে জেলে পাঠানো উচিত।

ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ট্যাগ করে মেহজাবীন আরও লেছেন, আমি আশা করছি এই প্রতিক্রিয়াটি দেখবেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়