শিরোনাম
◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৭:২৪ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বস্তিকার হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশের রিকশাওয়ালা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বাংলাদেশের পতাকা মাথায় স্যালুট দেওয়া অবস্থায় এক রিকশাওয়ালার ছবি। যেখানে দেশজুড়ে চলমান উদ্ভুত পরিস্থিতিতে আন্দোলনকারীদের প্রতি সম্মান জানিয়ে তাদেরকে উদ্দেশ্য করে সালাম দিতে দেখা গেছে রিকশাচালককে।

[৩] মুহূর্তের মধ্যেই ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। রিকশাচালকের নাম-পরিচয় জানা না গেলেও, তার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন সকলে।

[৪] গেল কয়েকদিন ধরে দেশজুড়ে শিক্ষার্থীদের যেই আন্দোলন, সেই আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি তারকা, রিকশাওয়ালা, শ্রমিকরাও এগিয়ে এসেছেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন।

[৫] এরই মধ্যে ঢাকার এক সড়কে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে রিকশায় দাঁড়িয়ে সালাম দিতে দেখা যায় এক রিকশাচালককে। এসময় তার কপালে বাংলাদেশের পতাকা বেঁধে রাখা ছিল।

[৬] তার সেই ছবি মুগ্ধ করেছে ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। নিজ ফেসবুক অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘তোমার মনে যে জন আছে, আমার মনেও সে জন আছে। বারবার, প্রতি বছর এমন ছবি দেখা যায় না। আলেকালে দেখা যায়।’

[৭] এরপর হ্যাশট্যাগ বাংলাদেশ দিয়ে ভালোবাসার ইমোজি সিম্বল ব্যবহার করেন এই অভিনেত্রী। সম্পাদনা: কামরুজ্জামান

এসসিডি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়