শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৪:৪১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কিছুদিন আগে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় স্নানঘরে পোশাক বদলাচ্ছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। এই ভিডিও কীভাবে নেটপাড়ায় ছড়িয়ে পড়ল, তা নিয়েও বেশ চর্চাও হয়।

[৩] নেটাগরিকের একাংশের দাবি করেছিলেন, ডিপফেকের মাধ্যমে নাকি এই ভিডিও তৈরি করা হয়েছে। এবার সেই ভিডিও নিয়ে উর্বশী নিজেই মুখ খুললেন।

[৪] সম্প্রতি এক গণমাধ্যমে তিনি বলেন, ‘গোসলের ভিডিওতে তিনিই ছিলেন। তবে সেই দৃশ্য তার আসন্ন সিনেমা ‘ঘুসপেঠিয়ে’র। যদিও, কীভাবে নির্দিষ্ট ওই দৃশ্য সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ল, তা নিয়ে উর্বশীর নাকি কোনও ধারণা নেই। তাই বিষয়টি নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী।’ সূত্র: তামিল এক্সপ্রেস

[৫] উর্বশী বলেন, ‘যে দিন ভিডিওটি ভাইরাল হয়, আমি খুবই বিরক্ত হয়েছিলাম। যদিও এটা আমার ব্যক্তিগত জীবনের কোনও দৃশ্য নয়। ভিডিওটাও আমার ব্যক্তিগত নয়। এই দৃশ্য আমার সিনেমা ‘ঘুসপেঠিয়ে’র।’

[৬] ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে কী করতেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না আমি চাই না, কোনও নারী এমন পরিস্থিতির সম্মুখীন হোন।’ সূত্র: বলিউড হাঙ্গামা

[৭] উর্বশীর এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে ম্যানেজারের সঙ্গে তার ফোনালাপও ভাইরাল হয়। সেই রেকর্ডিংয়ে উর্বশীকে বলতে শোনা যায়, ‘তুমি কি ভিডিওটা দেখেছ? আমি বুঝতে পারছি না, এগুলো বাইরে ছড়িয়ে পড়ছে কীভাবে। ওদের সঙ্গে আমায় এখনই কথা বলতে হবে।’ এর উত্তরে উর্বশীর ম্যানেজার জানান, তিনি চেষ্টা করছেন যাতে ওই ভিডিও সামাজিকমাধ্যম থেকে দ্রুত মুছে ফেলা যায়।

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়