শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ১০:৩১ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে চলছে ‘তুফান’, যা বলছেন ভারতীয় সমালোচকরা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ বাংলাদেশে মুক্তি পায় গত ১৭ জুন। রায়হান রাফী পরিচালিত এই ছবিটি মুক্তির আগেই অন্তর্জালে ঝড় তুলেছিল। গত শুক্রবার (৫ জুলাই) ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়ার পর ভারতীয় সমালোচকদের মধ্যে সিনেমাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

[৩] সিনেমাটির প্রশংসা করে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলায় বলা হয়েছে, ‘বাংলা ছবিতে যে ধরনের টেকনোলজির ব্যবহার করা হয়েছে, তা খুব একটা চোখে পড়ে না। ফলে টেকনিক্যাল দিক থেকে এটি যে বেশ উচ্চ মানের একটি বাংলা ছবি তা বলাই যায়।’

[৪] সংবাদমাধ্যমটি আরও লিখেছে, ‘আপনি যদি ‘বাহুবলী’ ও ‘অ্যানিমেল’ দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করতে পারেন, তাহলে ‘তুফান’ও আপনাকে দেখতে হবে।’

[৫] ছবির ইতিবাচক দিক তুলে ধরে সংবাদমাধ্যমটি বলছে, ‘একটি দৃশ্যের কথা উল্লেখ করতেই হয়। যেখানে ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্র অন্য আরেকজনকে হাসপাতাল থেকে উদ্ধার করছে। সেখানে যেভাবে পুরো দৃশ্যটি নির্মাণ করা হয়েছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। পাশাপাশি ছবির গান নিয়ে নতুন করে কিছুই বলার নেই।’

[৬] ছবিটির প্রশংসা করে সমালোচনায় লেখা হয়েছে, ‘চিত্রনাট্য নিয়ে বোধ হয় আরও একটু কাজ করা যেত। সঙ্গে চরিত্রগুলোকে আরও একটু গভীরতা দেওয়ার প্রয়োজন ছিল।’

[৭] ভারতীয় দৈনিক ‘সংবাদ প্রতিদিনের’ অনলাইন সংস্করণে ছবিটি সম্পর্কে লেখা হয়েছে, ‘শাকিব তার স্টাইলে, শরীরী ভাষায় হয়ে উঠেছেন সমসময়ের অকৃত্রিম হিংসার প্রতীক। হলভর্তি দর্শক গুলি ছুটলে হাততালি দিচ্ছে, রক্তপাত হলে উল্লাসধ্বনি প্রকাশ করছে। দর্শকের এই পালসটাই ধরতে চেয়েছেন পরিচালক এবং তার যোগ্য সংগ দিয়েছেন শাকিব খান।’

[৮] এছাড়াও ইউটিউবে ছবিটির রিভিউ করেছেন ‘ফিল্ম কম্পানিয়ন লোকাল’-এর অরিত্র, ‘রূপমস রিভিউ’-এর রূপম, ‘আর্টিস্টিক সেভেনথ সেন্স’-এর সাগরনীল। তারা তিনজনই সিনেমাটির কারিগরি দিক, শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর প্রশংসা করেছেন।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়