শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৬ মে, ২০২৪, ০৯:২৪ রাত
আপডেট : ০৬ মে, ২০২৪, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মান্না স্টাইলে এ্যাকটিং আর কথা বলে 'পটু'র শিশু অভিনেতা মানিক

মনিরুল ইসলাম: [২] মান্না স্টাইলে কথা বলে মানিক। তার কথাবার্তা ও এ্যাকটিং স্টাইল একেবারে নায়ক মান্নার মতো। তার নাম মো মানিক। পটু সিনেমা কেন্দ্রীয় চরিত্রে ছোটবেলার অভিনয় করেছেন শিশু অভিনেতা মো মানিক। উত্তরবঙ্গের ছেলে। কোনদিন রাজশাহী শহরে আসেনি। আজ প্রথম ঢাকা শহরে আসলো। চরাঞ্চলের মানুষ। কথাগুলো বললেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।  

[৩] সোমবার সন্ধ্যায় আদাবরস্থ আব্দুল আজিজের বাসায় 'পটু' সিনেমা মুক্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে পটু চরিত্রে রূপদানকারী মানিক সম্পর্কে এ কথা বলেন।

[৪] তিনি মানিককে প্রশ্ন করেন ঢাকা কেমন লাগছে। জবাব ভালো। মানিক জানালো সে দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রাইমারী স্কুলে পড়াশেনা করে। 

[৫] আব্দুল আজিজ জানালেন এখানে যত শান্ত হয়ে বসে আছে এতো শান্ত নন মানিক। দূরন্ত। তাকে রাজশাহীতে ৩ মাস অভিনয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আশা করি তার অভিনয় দর্শকদের ভালো লাগবে। তার বাবা কৃষক। পরের জমি চাষ করেন৷ মা গৃহিণী।  

[৬] উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার একটি অন্য রকম চলচ্চিত্র পটু ১০ মে, ২০২৪ মুক্তি পাচ্ছে। ঘোষণা দিয়েও গত রোজার  ঈদে আসেনি পটু। ছবিটির পরিচালক ও প্রধান অভিনয়শিল্পীদের বেশির ভাগই নতুন। ছবিটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। আর প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইভান সাইর। দুজনেরই প্রথম। এই সিনেমার নায়িকারও প্রথম সিনেমা।

[৭] জানা যায়, রাজশাহী শহরের চরখানপুরে হয়েছে সিনেমাটির শুটিং। চরখানপুর খুব দুর্গম এলাকা। সেখানে টানা ২২ দিন শুটিং হয়েছে। রাতে তাঁবু টাঙিয়ে। চার দিন শুটিং হয়েছে রাজশাহী শহরে। অল্প কিছু অংশের শুটিং হয়েছে নওগাঁয়। চরে শুটিংয়ের কারণ ‘গল্পটাই এমন।চর, চরের জীবন, চরের মানুষ এসব নিয়েই পটুর গল্প। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়