শিরোনাম
◈ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ◈ মালয়েশিয়ার কথা বলে দালালরা ইনানী সৈকতে ফেলে গেল ! ◈ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শেষ বয়সে বান্ধবীর সঙ্গে বিয়ে দেন কিবরিয়া ! ◈ ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন ◈ শহীদ আবু সাঈদ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ◈ পাকিস্তানিদের কাছে যে বক্তব্য দিয়ে ক্ষমা চাইলেন জাকির নায়েক ◈ খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত ◈ ঢাকা ও চট্টগ্রামে ডিমের আড়ত বন্ধ, আরও দাম বাড়ার শঙ্কা ◈ হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে তৃতীয় কোনও দেশে পুনর্বাসন ত্বরান্বিত করতে বিশেষ র‌্যাপোর্টিয়ারের সহায়তাও কামনা : প্রধান উপদেষ্টা  ◈ বিপিএল প্লেয়ার্স ড্রাফট: দেশি বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে খেলবেন

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৪, ০৮:৫১ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৪, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবের কাছে যে অনুরোধ করলেন ওমর সানী

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান খ্যাত নায়ক শাকিব খান। আগের থেকে অনেকাংশেই কাজ কমিয়ে দিয়েছেন। বেছে বেছে সিনেমা করছেন তিনি। বছরে দুই থেকে তিনটি করে সিনেমা করছেন এই জনপ্রিয় অভিনেতা। তবে শাকিব খানকে বছরে আরও বেশি সিনেমা করার অনুরোধ করলেন জনপ্রিয় চিত্রতারকা ওমর সানী।

[৩] শনিবার (২ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে এসে শাকিবকে ওমর সানী বলেন, তার (শাকিব খান) বছরে ১২টি ছবি করা উচিত। কারণ, সে একমাত্র সুপারস্টার এটা মানতেই হবে। একমাত্র তার সিনেমাই চলে। সে যদি বছরে বেশি ছবি করে তাহলে প্রযোজক ও সিনেমা হল দুটোই বাঁচবে।

[৪] নব্বই দশকের নিজের উদাহরণ টেনে ওমর সানী বলেন, আমরা যখন সিনেমা করতাম ১২ মাসে ১২ ছবি দিয়ে খেলতাম। কিন্তু এখন খেলাটা ঈদকেন্দ্রিক হয়ে গেছে।

[৫] ওমর সানী বলেন, আমি মনে করি ঈদের বাইরে বছরজুড়ে একমাত্র খেলার প্লেয়ার আছে একজন। সে হচ্ছেন শাকিব খান। সে যেভাবে খেলছে খেলতে থাকুক। চাপাবাজি না করে শাকিব কাজ করে দেখাচ্ছে। তাই ওকে সাহস করে এই উদ্যোগ নিতে হবে। আমি তাকে বলব দুমাস পর হলেও ওর একটি করে সিনেমা রিলিজ করা উচিত।

[৬] ওমর সানীর কথা, শাকিব আমার ছোট ভাই। সিনেমার এই খারাপ সময়েও সে যেভাবে কাজ করে যাচ্ছে এটা অনেক বড় ব্যাপার। শাকিব আগামীতে আরও বড় হোক। ওর জন্য সবসময় দোয়া রাখি।

[৭] আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন কি না জানতে চাইলে ওমর সানী বলেন, আমি ও মৌসুমী কেউ নির্বাচনে অংশ নেব না। মেয়ের লেখাপড়ার কারণে মৌসুমী এ বছর আমেরিকা থাকবে। আমি দেশে থাকবো। হয়তো ভোট দিতে যাব। সম্পাদনা : কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়