এম এম লিংকন: [২] নির্বাচনী আসনভিত্তিক এসব কমিটিতে আছেন যুগ্ম জেলা ও দায়রা জজ, জ্যেষ্ঠ সহকারী জজ ও সহকারী জজ। নির্বাচন কমিশন বলছে, অনুসন্ধান কমিটি দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী বা স্টেনোগ্রাফার বা অফিস সহকারীকে সঙ্গে নিতে পারবে।
[৩] আর অনুসন্ধানকালে কমিটির কর্মকর্তাদের সঙ্গে পুলিশের দু’জন অস্ত্রধারী সদস্য নিয়োগ করার জন্য সব পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে কমিশন।
[৪] শনিবার (২৫ নভেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে আইন মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
[৫] প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব পাওয়া নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন। এই কমিটির প্রতিবেদন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা ওই অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের কাছে পাঠাবেন।
[৬] এর আগে গত ১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনের সদস্যরা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে দেখা করে নির্বাচন পূর্ব অনিয়মের ঘটনা অনুসন্ধানের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সহযোগিতা চান। সম্পাদনা: সমর চক্রবর্তী
এমএমএল/এসসি/এনএইচ