এম এম লিংকন: [২] এ সময় নির্বাচন কমিশনার মো.আলমগীর আরো বলেছেন, সেই শূন্যতা তৈরি হলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। নির্বাচন কমিশন এটা হতে দিতে পারে না।
[৩] মঙ্গলবার ( ২৬ সেপ্টেম্বর) নির্বাচন নিয়ে ইসি ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির ব্যাপারে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
[৪] ২০১৯ সালের ৩০ জানুয়রি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সে অনুযায়ী বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে যেকোনো সময় জাতীয় নির্বাচন করতে হবে। ৯০ দিনের ক্ষণগণনা শুরু হবে ১ নভেম্বর।
[৫] বিদেশী পর্যবেক্ষকদের আমন্ত্রনের বিষয়ে জানতে চাইলে সাবেক এই ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফেম্বোসার সদস্যদের দেশ বিশেষ করে আমাদের আশপাশের যেসব দেশ আছে তাদের আমরা ইনভাইট করি। আমরা শিগগিরই তাদের ইনভাইট জানাবো। সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়েছে। শিগগিরই তাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হবে।
[৬] সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষকদের পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো হয়। আমরা চাই দেশি-বিদেশি বেশি সংখ্যক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করুক। আশা করি, ভোটের আগেই বিদেশি পর্যবেক্ষকরা আসবেন।
[৭] রাজনৈতিক দলগুলো কি ভোটের পথে? জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সঙ্কট আছে। নির্বাচন চায় না এমনটা তো কেউ বলছে না। আমাদের নিবন্ধিত যে রাজনৈতিক দল আছে কোনো দলই নির্বাচন চায় না এটি বলেনি।
[৮] নির্বাচনে পরিবেশের বিষয়টি নজরে আনলে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে হয়তো অনেকে কথা বলছেন। পরিবেশ যাতে সুন্দর করা যায় তার জন্য আমরা চেষ্টা করবো। পরিবেশের সবটা সুন্দর করার দায়িত্ব তো আমাদের না। পরিবেশ সুন্দর করা আমাদের যেটুকু দায়িত্ব সেটুকু আমরা করে যাচ্ছি। সম্পাদনা: তারিক আল বান্না
এমএমএল/এনএইচ