শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিলেন সিইসি

এম এম লিংকন: [২] নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ( অব.) আহসান হাবিব খান বলেন, দেশী ও বিদেশী যতবেশি পর্যবেক্ষক থাকবে নির্বাচন ততবেশি স্বচ্ছ হবে। তিনি বলেন, শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিঠির জবাব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া মার্কিন ভিসানীতি প্রয়োগের বিষয়টা সরকার বুঝবে, আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করবো।  

[৩] ইসি আহসান হাবিব বলেন, ইইউকে চিঠিতে সিইসি বলেন, গত ১৯ সেপ্টেম্বর আমি আপনার চিঠি পেয়েছি, যেখানে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্ত জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সহায়তা নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব আপনাকে আশ্বস্ত করছি। সরকারও বারবার নিজের জায়গা থেকে সহায়তা করার বিষয়ে অঙ্গীকার করছে। তা সত্ত্বেও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ সুষ্ঠু নির্বাচনের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে দেশে-বিদেশে বিশ্বাসযোগ্যতা যোগ করবে।

[৪] কাজী হাবিবুল আউয়াল বলেন, যাই হোক না কেন, আমি বিশ্বাস করি যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তবুও আসন্ন সাধারণ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য করার জন্য আমাদের প্রচেষ্টাকে যেভাবেই সমীচীন বলে মনে করা হোক না কেন, সমর্থন অব্যাহত রাখবে। এ বিষয়গুলোর দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে ইইউকে আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

[৫] রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

[৬] চলতি বছরের জানুয়ারি ও জুলাই মাসে বাংলাদেশ সফরকারী ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের মূল্যায়নের ওপর ভিত্তি করে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

[৭] এ চিঠিতে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ টিম না পাঠানোর কথা উল্লেখ করেন ইইউ।তবে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে নিয়মিত যোগযোগ রাখবে ইইউ বলে চিঠিতে উল্লেখ করা হয়। সম্পাদনা: ইকবাল খান

এমএমএল/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়