শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর ২২ দফা ইশতেহার ঘোষণা

এইচ আর তানজির, খুলনা: আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মো.শফিকুল ইসলাম মধু পরিকল্পিত, পরিচ্ছন্ন, বাসযোগ্য খুলনা গড়ার প্রতিশ্রুতি, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষাসহ ২২ দফা ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

কেসিসি’র এরিয়া বর্ধিতকরণ, শিক্ষা-চিকিৎসা ব্যবস্থায় উন্নয়ন, চলাচল ব্যবস্থায় আধুনিকায়ন, ২২ খালসহ ময়ূর নদী খনন, বেকারত্ব দূরীকরণসহ নগরবাসীর জন্য খুলনা সিটিকে ডিজিটাল নগরী হিসাবে গড়ে তোলার অঙ্গীকার করেন। সেই সঙ্গে তিনি ঘোষিত ইশতেহারে মাদক ও সন্ত্রাস নির্মূলসহ পর্যটন এবং শিশু ও নারীবান্ধব নগরী গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।

ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য অর্থনৈতিক জোন তৈরি, নগরীতে আধুনিক খেলার মাঠ, সুইমিং পুল, ব্যায়ামাগার, বোটানিক্যাল গার্ডেন, চলাচলের জন্য ফুটপাত অবমুক্ত রাখাসহ নগরবাসীর স্বাস্থ্য উন্নয়নের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

 শতভাগ দুর্নীতিমুক্ত স্বচ্ছতা এবং জনগণের জবাবদিহিতা নিশ্চিত করতে তার দেওয়া ইশতেহার বাস্তবায়নের সুযোগ করে দিতে তাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান মো. শফিকুল ইসলাম মধু। এনময় নির্বাচন পরিচালনা কমিটিসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না

প্রতিনিধি/টিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়