শিরোনাম
◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ১০:৩০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৩, ১০:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের সিদ্ধান্ত

এম এম লিংকন: এদিন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন সভায় সম্প্রতি শূণ্য ঘোষিত আসনটির উপনির্বাচন নিয়ে আলোচনা করবে। মঙ্গলবার নির্বাচন কমিশন সূত্রে বিষয়টি জানা যায়। 

 কমিশন সূত্রে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ২০-তম এই কমিশন সভাটি বেলা ১১টায় ইসির সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

এছাড়া এ সভায় আরো আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে; বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভোটার নিব্নধন কার্যক্রম বিষয়ে Standard Operating Prosidure ( SOP) অনুমোদন, জাতীয় পরিচয়পত্র ( এনআইডি ) সংশোধনের আবেদন দাখিল এবং আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও দায়িত্ব নির্ধারণ সংক্রান্ত (SOP)  সংশোধণ, ডাটা সেন্টারের বিকল্প Disaster Recovery Site ( DRS) স্থাপন এবং বিবিধ বিষয়ে সভায় আলোচনা করবে কমিশন। 

সংসদ সচিবালয়ের সচিব কে.এম. আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ- সদস্য আফছারুল আমীন ২ জুন ২০২৩ তারিখ অপরাহে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ২৮৭ চট্টগ্রাম-১০ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান জানান, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়। অর্থাৎ গত ২ জুন থেকে পরবর্তী নব্বই দিন হচ্ছে চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের সময়।

মৃত্যুর আগ পর্যন্ত আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে তিনবারের এ সংসদ সদস্য সরকারের মন্ত্রীও ছিলেন। ২০২০ সাল থেকে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি দেশ-বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এমএমএল/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়