শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৪:২১ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৩, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা সিটি নির্বাচন

স্মার্ট নগরীর প্রতিশ্রুতি খালেকের, নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠা করতে চান আউয়াল  

এম এম লিংকন, এইচ আর তানজির, খুলনা: আর মাত্র ১২ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা সিটির নির্বাচন। এই সিটির বহু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা। 

মঙ্গলবার দুপুরে নগরীর ২০নং ওয়ার্ডের শেখপাড়া বাজার ও শেখপাড়া আবাসিক এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। 

তিনি বলেন, এই নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে খুলনাকে স্মার্ট তিলোত্তমা নগরী গড়ার। আপনারা ১২ জুন ভোট কেন্দ্রে এসে মূল্যবান ভোট দিয়ে আপনাদের উন্নয়ন বুঝে নিবেন। কারো কথায় ভোট না দিয়ে ঘরে বসে থাকবেন না। তাতে দেশ ও জাতির সাথে অকল্যাণ হবে। দেশ ও জাতির স্বার্থে আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থকর বাস্তবসম্মত নগরী উপহার দিতে হবে। আসুন নৌকায় ভোট দিন আমি তরুণ প্রজন্মের জন্য একটি আধুনিক স্মাট নগরী গড়ে দিবো ইনশাল্লাহ।
এর আগে তিনি নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বড় বাজারে গণসংযোগ করেন। সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ঠিকাদার কল্যাণ সমিতির সাথে মতবিনিময় করেন। 

এদিকে দুপুরের পর থেকে সিটির খালিশপুর থানাধীন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়রপ্রার্থী মো. আব্দুল আউয়াল। 

তিনি বলেন, আমি বিজয়ী হলে খুলনা সিটি করপোরেশনের সকল নারী ও শিশুদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করবো। নারী নির্যাতন ও যৌতুক প্রথা উচ্ছেদে শুধু আইনের যথাযথ প্রয়োগই নয় বরং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী সমাজের নিরাপত্তা ও সম্মান সুরক্ষায় কঠোর আইন তৈরী করা হবে । লেডিস মার্কেট, মহিলা বিশ্ববিদ্যালয়, মহিলা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়