শিরোনাম
◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা?

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৪:২১ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৩, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা সিটি নির্বাচন

স্মার্ট নগরীর প্রতিশ্রুতি খালেকের, নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠা করতে চান আউয়াল  

এম এম লিংকন, এইচ আর তানজির, খুলনা: আর মাত্র ১২ দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা সিটির নির্বাচন। এই সিটির বহু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা। 

মঙ্গলবার দুপুরে নগরীর ২০নং ওয়ার্ডের শেখপাড়া বাজার ও শেখপাড়া আবাসিক এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। 

তিনি বলেন, এই নির্বাচনে সিদ্ধান্ত নিতে হবে খুলনাকে স্মার্ট তিলোত্তমা নগরী গড়ার। আপনারা ১২ জুন ভোট কেন্দ্রে এসে মূল্যবান ভোট দিয়ে আপনাদের উন্নয়ন বুঝে নিবেন। কারো কথায় ভোট না দিয়ে ঘরে বসে থাকবেন না। তাতে দেশ ও জাতির সাথে অকল্যাণ হবে। দেশ ও জাতির স্বার্থে আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থকর বাস্তবসম্মত নগরী উপহার দিতে হবে। আসুন নৌকায় ভোট দিন আমি তরুণ প্রজন্মের জন্য একটি আধুনিক স্মাট নগরী গড়ে দিবো ইনশাল্লাহ।
এর আগে তিনি নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বড় বাজারে গণসংযোগ করেন। সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ঠিকাদার কল্যাণ সমিতির সাথে মতবিনিময় করেন। 

এদিকে দুপুরের পর থেকে সিটির খালিশপুর থানাধীন বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়রপ্রার্থী মো. আব্দুল আউয়াল। 

তিনি বলেন, আমি বিজয়ী হলে খুলনা সিটি করপোরেশনের সকল নারী ও শিশুদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করবো। নারী নির্যাতন ও যৌতুক প্রথা উচ্ছেদে শুধু আইনের যথাযথ প্রয়োগই নয় বরং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারী সমাজের নিরাপত্তা ও সম্মান সুরক্ষায় কঠোর আইন তৈরী করা হবে । লেডিস মার্কেট, মহিলা বিশ্ববিদ্যালয়, মহিলা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়