শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৩:০০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনা সিটি নির্বাচন: হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পেলেন মুশফিক

এস এম শফিকুর রহমান

এইচ আর তানজির, খুলনা: সিটি নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী এস এম শফিকুর রহমানের (মুশফিক) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 

রোববার (২৮ মে) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছেন।

এ বিষয়ে প্রার্থী এস এম শফিকুর রহমান জানান, আমার প্রার্থিতা ফিরে পাওয়া মানে জনতার বিজয়। সিটি করপোরেশন নির্বাচন রিটার্নিং কর্মকর্তা এবং পরবর্তীতে বিভাগীয় কমিশনার ও আপিল কর্তৃপক্ষ আমার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে আমি উচ্চ আদালতে গত বৃহস্পতিবার আপিল করি। রোববার আপিল শুনানি শেষে আমার প্রার্থিতা বৈধ ঘোষণার আদেশ দেন হাইকোর্ট।

প্রার্থীর পক্ষে আপিল শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান।

এর আগে মনোনয়নপত্রে ৩০০ সমর্থনকারী ভোটারের সমর্থনের তথ্য ভুল থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গত ১৮ মে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন মেয়র প্রার্থী শফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরপর তিনি খুলনা বিভাগীয় কমিশনার ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। শুনানির পর সেখানেও তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, এবারের সিটি নির্বাচনে ৩১ টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়