শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৫ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ দিলেন হিরো আলম

বিনোদন ডেস্ক: বগুড়ার দুটি আসনের উপনির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তোলার পর এবার গণভোটের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, গণভোটে হারলে আর কোনো দিন নির্বাচন করবেন না।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিজ এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এসময় হিরো আলম নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, আমার এবং তানসেনের (জাসদ নেতা রেজাউল করিম তানসেন) মধ্যে গণভোটের আয়োজন করেন। জনগণ আমাকে ভোট দিয়েছে নাকি দেয়নি, ফলাফল চুরি হয়েছে কিনা সেটাও আমি দেখাব।

হিরো আলম বলেন, আমি চাই গণভোট হবে ব্যালটে। কারণ ইভিএমে কারচুপি হয়। আর কারচুপি করেই আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। গণভোটে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা দেবেন এবং যারা নির্বাচন কমিশনার আছেন তারা সবাই ভোট দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি গণভোটে হেরে যাই আর কোনো দিন নির্বাচন করব না, নির্বাচনের নাম মুখেও আনব না।

তিনি বলেন, ভোটাররা আমার হেরে যাওয়া মেনে নিতে পারছেন না। তারা বলছেন আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। আগামী দুই-তিন দিনের মধ্যে আদালতে রিট করব। আশা করছি, সেখানে আমার পক্ষে ফল আসবে।

এর আগে, বুধবার বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি আসনেই পরাজিত হয়ে হিরো আলম ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলছেন। তবে এ বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ফল পাল্টানোর অভিযোগ ভিত্তিহীন। ফলাফল শতভাগ সঠিক বলে দাবি করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়