শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৫ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ দিলেন হিরো আলম

বিনোদন ডেস্ক: বগুড়ার দুটি আসনের উপনির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তোলার পর এবার গণভোটের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, গণভোটে হারলে আর কোনো দিন নির্বাচন করবেন না।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিজ এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এসময় হিরো আলম নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, আমার এবং তানসেনের (জাসদ নেতা রেজাউল করিম তানসেন) মধ্যে গণভোটের আয়োজন করেন। জনগণ আমাকে ভোট দিয়েছে নাকি দেয়নি, ফলাফল চুরি হয়েছে কিনা সেটাও আমি দেখাব।

হিরো আলম বলেন, আমি চাই গণভোট হবে ব্যালটে। কারণ ইভিএমে কারচুপি হয়। আর কারচুপি করেই আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। গণভোটে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা দেবেন এবং যারা নির্বাচন কমিশনার আছেন তারা সবাই ভোট দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি গণভোটে হেরে যাই আর কোনো দিন নির্বাচন করব না, নির্বাচনের নাম মুখেও আনব না।

তিনি বলেন, ভোটাররা আমার হেরে যাওয়া মেনে নিতে পারছেন না। তারা বলছেন আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। আগামী দুই-তিন দিনের মধ্যে আদালতে রিট করব। আশা করছি, সেখানে আমার পক্ষে ফল আসবে।

এর আগে, বুধবার বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি আসনেই পরাজিত হয়ে হিরো আলম ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলছেন। তবে এ বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ফল পাল্টানোর অভিযোগ ভিত্তিহীন। ফলাফল শতভাগ সঠিক বলে দাবি করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়