শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৫ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ দিলেন হিরো আলম

বিনোদন ডেস্ক: বগুড়ার দুটি আসনের উপনির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তোলার পর এবার গণভোটের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, গণভোটে হারলে আর কোনো দিন নির্বাচন করবেন না।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নিজ এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এসময় হিরো আলম নির্বাচন কমিশনার রাশেদা সুলতানাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, আমার এবং তানসেনের (জাসদ নেতা রেজাউল করিম তানসেন) মধ্যে গণভোটের আয়োজন করেন। জনগণ আমাকে ভোট দিয়েছে নাকি দেয়নি, ফলাফল চুরি হয়েছে কিনা সেটাও আমি দেখাব।

হিরো আলম বলেন, আমি চাই গণভোট হবে ব্যালটে। কারণ ইভিএমে কারচুপি হয়। আর কারচুপি করেই আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। গণভোটে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা দেবেন এবং যারা নির্বাচন কমিশনার আছেন তারা সবাই ভোট দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি গণভোটে হেরে যাই আর কোনো দিন নির্বাচন করব না, নির্বাচনের নাম মুখেও আনব না।

তিনি বলেন, ভোটাররা আমার হেরে যাওয়া মেনে নিতে পারছেন না। তারা বলছেন আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছি। আগামী দুই-তিন দিনের মধ্যে আদালতে রিট করব। আশা করছি, সেখানে আমার পক্ষে ফল আসবে।

এর আগে, বুধবার বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি আসনেই পরাজিত হয়ে হিরো আলম ফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলছেন। তবে এ বিষয়ে বৃহস্পতিবার নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ফল পাল্টানোর অভিযোগ ভিত্তিহীন। ফলাফল শতভাগ সঠিক বলে দাবি করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়