শিরোনাম
◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া-৪ আসনে ভোটারদের উৎসাহ দিচ্ছে জাতীয় পার্টি

বগড়া

বকুল এনবি, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়া-৪ আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিতির জন্য গ্রামে গ্রামে ছুটছে জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকেরা। লাঙ্গল প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি ভোটারদের উৎসাহ দিচ্ছেন তারা।

সুত্রমতে, নন্দীগ্রাম-কাহালু নির্বাচনী এলাকা বিএনপি ও জামায়াত ঘেঁষা হিসেবে পরিচিত। এই আসনের বিএনপির এমপি মোশারফ হোসেন পদত্যাগ করায় উপনির্বাচন হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহীন মোস্তফা কামাল ফারুকের পক্ষে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী এলাকার গ্রামে-মহল্লায় ব্যাপক গণসংযোগ করছেন।
  
নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়ার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বুড়ইল ইউনিয়নের বিভিন্ন বাজারে এবং পৌরসভার মাঝগ্রাম, ঢাকইর ও নামুইটসহ বিভিন্ন বাজারে প্রচারণা করেন।

পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলাম দয়া বলেন, অভিভাবক শূন্য নির্বাচনী এলাকার উন্নয়ন থমকে গেছে। এ নির্বাচন সরকার পরিবর্তন আনবে না, তবে দুই উপজেলার থমকে যাওয়া উন্নয়ন কাজের গতি ফেরাবে। নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, ভোটাধিকার প্রয়োগ করুন, লাঙ্গল মার্কায় আস্থা রাখুন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়