শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ১০:৩৭ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ১৫ আসনে ৬২ জনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নগরীর ১৫টি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের বাছাই শেষে ১৩১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৬২টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, স্থগিত হয়েছে একটি করে মনোনয়নপত্র।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই হবে ঢাকা মহানগরীর ১৩টি আসনের এবং আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাকি দুই আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। পরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকার ১৩টি আসনের জন্য মোট ২৫৩টি মনোনয়নপত্র বিক্রি করা হলেও শেষ পর্যন্ত ১৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে এর মধ্যে ১১৯টি বৈধ, ৫৪টি বাতিল এবং একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। স্থগিত রাখা মনোনয়নপত্রটি ঢাকা-১৮ আসনের প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের (বাংলাদেশ জামায়াতে ইসলামী)। তিনি একটি সম্পূরক হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন।

আবেদন বিবেচনায় তাঁকে সময় দেওয়া হয়েছে।’
শরফ উদ্দিন বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনসংক্রান্ত ত্রুটি, ঋণখেলাপি থাকা, হলফনামায় স্বাক্ষরের ঘাটতি, কাগজপত্রের অসংগতি, রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত সমস্যা এবং যথাযথ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর না থাকার কারণে মনোনয়ন বাতিল হয়েছে।’

তিনি জানান, বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই বেশি।

বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।’

ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেছেন, ঢাকা-১৩ আসনে ছয়জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, বাকি পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ঢাকা-১৫ আসনে ছয়জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে, বাকি তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়