শিরোনাম
◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও ◈ ‌বিশ্বকাপ ফুটবল, শক্তিশালী নরওয়েকে নিয়ে কঠিন গ্রুপে ফ্রান্স ◈ ফুটবল নি‌য়ে বিপা‌কে তুরস্ক,  জুয়া-ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার ২৭ খে‌লোয়াড়  ◈ যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে যাত্রীদের পোশাক নিয়ে নতুন বিতর্ক, প্রতিবা‌দে যাত্রী‌রা পায়জামা প‌রে হা‌জির ◈ বিশ্বকা‌পে মেসির খেলা নি‌য়ে আবা‌রো বাড়‌লো জল্পনা 

প্রকাশিত : ০৬ জুন, ২০২৪, ১০:৫৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৪, ১০:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নির্বাচনে জামানত হারালেন ৩ চেয়ারম্যান প্রার্থী 

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] জেলার বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ১৫ শতাংশ ভোট না পাওয়ায় তিন চেয়ারম্যান প্রার্থী জামানত হারালেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা ও ব্যবসায়ী মো. হিরু মুন্সী।

[৩] নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়।

[৪] নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।

[৫] গত ৫ জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালমারী উপজেলায় পাঁচ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেন। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭ হাজার ১৮৮ জন নির্বাচনে ৭৮টি কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ১৪২ জন ভোট দেন। ভোটের হার ছিল ৫০ দশমিক ৭৫। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ হিসেবে জামানত রক্ষার জন্য প্রার্থীদের পাওয়ার দরকার ছিলো ১৫ হাজার ৭৭১ ভোট।

[৬] অথচ লিটন মৃধা আনারস প্রতীকে পেয়েছে ৭ হাজার ৫০৯ ভোট। আরেক প্রার্থী হিরু মুন্সী কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৭৪ ভোট এবং বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ২৫৩ ভোট। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়