শিরোনাম
◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি ◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের

প্রকাশিত : ০৬ জুন, ২০২৪, ১০:৫৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৪, ১০:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে নির্বাচনে জামানত হারালেন ৩ চেয়ারম্যান প্রার্থী 

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] জেলার বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ১৫ শতাংশ ভোট না পাওয়ায় তিন চেয়ারম্যান প্রার্থী জামানত হারালেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা ও ব্যবসায়ী মো. হিরু মুন্সী।

[৩] নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়।

[৪] নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।

[৫] গত ৫ জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালমারী উপজেলায় পাঁচ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেন। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭ হাজার ১৮৮ জন নির্বাচনে ৭৮টি কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ১৪২ জন ভোট দেন। ভোটের হার ছিল ৫০ দশমিক ৭৫। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ হিসেবে জামানত রক্ষার জন্য প্রার্থীদের পাওয়ার দরকার ছিলো ১৫ হাজার ৭৭১ ভোট।

[৬] অথচ লিটন মৃধা আনারস প্রতীকে পেয়েছে ৭ হাজার ৫০৯ ভোট। আরেক প্রার্থী হিরু মুন্সী কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৭৪ ভোট এবং বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ২৫৩ ভোট। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়