শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৯:২৬ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনডিআই আইআরআই প্রতিবেদনে ইসি নিয়ে খারাপ কিছু দেখিনি: ইসি আলমগীর 

এম এম লিংকন: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষন যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, তারা একটা জায়গায় বলেছে ভোটে কারচুপি হয় বেশ কয়েকটা কেন্দ্রে, যেখানে কমিশন ব্যবস্থাও নিয়েছে। 

[৩] প্রশাসনে রদবদল করেছে এগুলোও আছে তাদের প্রতিবেদনে বলেও উল্লেখ করেন তিনি।  

[৪] পর্যবেক্ষণ সংস্থা দুটি টোটাল নির্বাচন নিয়ে মতামত দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রার্থী, দল, সরকার, ভোটকেন্দ্র নানা বিষয়ে কথা বলেছে। আমরা কেবল আমাদের দিকটা দেখবো। 

[৫] তিনি বলেন, তারা যে সুপারিশ করেছে সেটা করা যায় কি না তা আমরা দেখবো। যেগুলো আমাদের জন্য করা সম্ভব সেগুলো পরবর্তী কমিশনের জন্য সুপারিশ রেখে যাবো। 

[৬] বুধবার ( ৩ এপ্রিল ) রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বরেন তিনি। 

[৭] এদিকে ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের এ দুটি সংস্থা তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ১৭ মার্চ। নির্বাচন চলাকালীন ও আগে-পরের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে এসেছিল বেসরকারি সংস্থা আইআরআই ও এনডিআইর প্রতিনিধিরা। 

[৮] সংস্থা দুটি সম্মিলিতভাবে গত ৩০ বছরে বিশ্বের ৫০টির বেশি দেশে ২০০টির বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে। তারা বলছে, আগের নির্বাচনগুলোর চাইতে এই নির্বাচনে সহিংসতা কম হয়েছে। ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সাধারণ নির্বাচন সব মিলিয়ে মান ক্ষুণ্ন হয়েছে। 

[৯] আমরা তাদের রিপোর্ট দেখেছি জানিয়ে ইসি আলমগীর বলেন,তবে, ফরমালি বসতে পারিনি। সচিবালয় খসড়া  করেছিল, আমরা বিস্তারিতভাবে আবার করতে বলেছি। এক্ষেত্রে পর্যালোচনা করে আমরা পরবর্তী কমিশনের জন্য সাজেশন রেখে যাবো।

[১০] উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হতে ২৫০ জন ভোটারের সমর্থণ স্বাক্ষর জমা দেওয়ার বিধান রয়েছে যাকে গণতন্ত্র পরিপন্থী মন্তব্য করে সাবেক এই ইসি সচিব বলেন, যারা সমর্থন দেন তারা অনেক সময় নির্যাতনের শিকার হন। এই ধরনের অভিযোগ আছে। সমর্থন দেখানোর জন্য প্রার্থীরা ছলচাতুরি, মিথ্যার আশ্রয় নিতেন। প্রার্থী নিজেই ডানহাত, বাম হাত মিলিয়ে স্বাক্ষর করতো, তাই এই ধরণের আইন কেন থাকবে যা ন্যায় এবং সুষ্ঠু ব্যবস্থার পক্ষে না। তাই আমরা সেটা তুলে দিয়েছি। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়