শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০১:৫১ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিঠাছরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ গঠন

আহ্বায়ক ও সদস্যসচিব

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মিঠাছরা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাধারণ সভায় আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করেন সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বি.কম।
তিন সদস্যের কমিটিতে মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এমরান উদ্দিনকে আহ্বায়ক, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুকে সদস্য সচিব ও সোনালী ব্যাংক বঙ্গবন্ধু শিল্পনগর শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন শিবলুকে কোষাধ্যক্ষ করা হয়েছে। 

এই কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এছাড়া ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত সকল এসএসসি ব্যাচের সমন্বয় কমিটি গঠন করে মূল কমিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত দেয়া হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত  সভায় সভাপতিত্ব করেন ১৯৬৬ ইংরেজি ব্যাচের প্রাক্তন ছাত্র, বীর মুক্তিযোদ্ধা রওশনের জামান। বক্তব্য রাখেন মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, মিঠাছরা বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পটিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল করিম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সাইফুল্লাহ দিদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামশেদ আলম, সোস্যাল ইসলামী ব্যাংক মিঠাছরা শাখার ব্যবস্থাপক আব্দুল গফুর, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ, কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে, জি ম্যাক কর্পোরেশনের চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ কনক, প্রাক্তন ছাত্র দিদার নূর, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিম উদ্দিন, প্লামি ফ্যাশন লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বাবলু, মিরসরাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম রাজু, ইউএসটিসি’র সহকারী অধ্যাপক রবিউল হোসেন পলাশ, প্রাক্তন ছাত্র মো. ইলিয়াছ, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোরশেদ আলম এবং আনোয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়