অপূর্ব চৌধুরী, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলে ২০২২ বর্ষে যোগদানকৃত নবীন শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসাথে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের দপ্তর সম্পাদক কাজী ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নীলদলের সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং কার্যনির্বাহী সদস্য আফরিন হুদা তোরা'র সঞ্চালনায় দেড় শতাধিক শিক্ষকদের অংশগ্রহণে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।
নবীন শিক্ষকদের জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়। সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) আসন্ন (২০২৩ সালের) নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে নীলদলের করনীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, নীলদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে প্রতিনিধিত্বকারী নীলদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এনএইচ