আলামিন শিবলী: ঢাকা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সনজিদা আক্তার আর নেই। শনিবার (১ অক্টোবর) বেলা ১২ টায় রাজধানীর সিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সনজিদা আক্তার দীর্ঘদিন ধরে লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা কলেজের শিক্ষক অধ্যাপক ওবাইদুল করিম।
অধ্যাপক সনজিদা আক্তার ঢাকা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তিনি ১৯৬৪ সালের ১০ই অক্টোবর পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে ১৪ তম বিসিএসএ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন। দীর্ঘ ২-৩ মাস নিজ বাসভবনে অসুস্থ ছিলেন। ঢাকা সিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বেলা ১২ টায় মারা যান।
অধ্যাপক সনজিদার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, উপাধ্যক্ষ এটিএম মইনুল হোসেন, ঢাকা কলেজের শিক্ষক পরিষদ ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতি।