শিরোনাম
◈ বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার অভিযোগ, সমাধান যেভাবে ◈ দুর্বল ব্যাংক একীভূত করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক দল নিয়োগের প্রস্তুতি ◈ এবার সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘকে অকার্যকর ঘোষণা ট্রাম্পের ◈ এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ◈ ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি ◈ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ জাতিসংঘ মহাসচিবের ◈ এক নারী ও তার দুই স্বামীর প্রকাশ্যে রশি টানাটানি, থানা চত্বরে হৈ,চৈ কান্ড! ◈ খেলনা শিল্পে সম্ভাবনা ও চ্যালেঞ্জ, রপ্তানি বেড়েছে ৪০০ শতাংশের বেশি, রপ্তানি শুল্ক কমানোর প্রস্তাব ◈ নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৫ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

আরমান কবীর,প্রতিনিধি: দুই দফা দাবি আদায়ে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রেজিস্ট্রারকে তার কক্ষ থেকে বের করে দিয়ে তালা দেওয়া হয়। পরে উপাচার্যের কাছে দাবি উপস্থাপন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—২০২৪ সালের জুলাই আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষক, কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের জন্য তদন্ত কমিটি গঠন এবং বুধবার সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের রূপরেখা ঘোষণা করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, গণ-আন্দোলনের সময় 'স্বৈরাচারের সহযোগী' হিসেবে ভূমিকা রাখা শিক্ষক ও কর্মকর্তাদের বিচারের দাবিতে তারা দুইবার রেজিস্ট্রারের দপ্তরে আবেদন জমা দিয়েছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের অভিযোগ, উল্টো কিছু শিক্ষক অভিযুক্তদের আশ্রয় দিচ্ছেন। চার দিন আগে অভিযুক্তদের বিচার ও সাময়িক বরখাস্তের জন্য কমিটি গঠনে তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, আমরা পরপর দুইবার রেজিস্ট্রার অফিসে স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের বিচারের জন্য আবেদন জমা দিয়েছিলাম। তারপরও কোন ব্যবস্থা নেওয়া হয় নি। এমনকি কিছু শিক্ষক তাদেরকে শেল্টারও দিচ্ছেন। আমরা চার দিন আগে রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করে বিচারের জন্য কমিটি গঠনের ৩দিন সময় বেঁধে দিয়ে আসার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি। এইজন্য আমাদের এই কর্মসূচি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের একটি অংশ রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ করলেও অন্য একটি অংশ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার পক্ষে নয়।

উপাচার্য আরও বলেন, 'এই পরিস্থিতিতে আমি আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।'

শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ছাত্রশিবির সহ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের রুমের দরজার তালা খুলে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়