শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাহসী ভূমিকা স্মরণে ‘হিরোস উইদাউট কেপস’ ডকুমেন্টারি

মনিরুল ইসলাম: স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের মুখেও ২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে দেশজুড়ে আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন, সেই বীরত্বপূর্ণ ভূমিকা স্মরণে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’।

তৎকালীন শাসকগোষ্ঠী যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বলপূর্বক বন্ধ করে দেয় আন্দোলন থামানোর কৌশল হিসেবে, তখন নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, ইউডা, স্ট্যামফোর্ডসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সফল করতে। ঢাকার নতুনবাজার, রামপুরা, উত্তরা, বাড্ডা, ধানমণ্ডি, মোহাম্মদপুরসহ নানা এলাকায় প্রতিরোধের ঘাঁটি গড়ে তোলে তারা।

ঢাকার বাইরেও চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ও প্রিমিয়ার ইউনিভার্সিটি, রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা রাখেন। গুলি, ব্লক রেইড, গ্রেপ্তার কিংবা নিপীড়নেও দমাতে পারেনি এই তরুণদের।

আজ ১৮ জুলাই, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। জুলাই আন্দোলনে শহীদ ও আহত শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে তথ্যচিত্রটি।

আন্দোলনকারী সকল শিক্ষার্থীর প্রতি জাতির পক্ষ থেকে জানানো হয় সম্মান ও কৃতজ্ঞতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়