শিরোনাম
◈ আজও বিদ্যুৎবিহীন জীবন: নিম্নমানের সোলারে বিপাকে কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের মানুষ ◈ জুলাই-আগস্ট হত্যায় রাজসাক্ষী হলে মামুনকে শর্তসাপেক্ষে ক্ষমার ইঙ্গিত ◈ যেখানেই মব জাস্টিস সেখানেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে: রিজওয়ানা হাসান ◈ চাঁদাবাজির তথ্য মেলেনি, ভাঙারি দোকান দখল নিয়ে দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: বলছে ডিএমপি ◈ মার্কিন শুল্ক হুমকির মুখে বাংলাদেশে কিছু পোশাক অর্ডার স্থগিত করেছে ওয়ালমার্ট ◈ চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরা করা স্বামী ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে কীভা‌বে আস‌লো ফুটব‌লের দেশ ইতালি  ◈ রা‌তে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনা‌লে পিএস‌জি ও চেল‌সি মু‌খ্মেু‌খি ◈ মিটফোর্ড পাথরকান্ড: ওই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত কোথায়?: রিজভী  ◈ ছাত্রদলে একযোগে পদত্যাগের হিড়িক!

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৫, ১২:২২ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাইভ ভিডিওতে ক্লাসের সময় শিক্ষক-শিক্ষিকার কাণ্ড, যা বলছে কোচিং সেন্টারটি

একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং-এর ক্লাস নেওয়ার সময় শিক্ষক শিক্ষিকা অন্তরঙ্গ কর্মকাণ্ড শুরু করেন। আর এটা নিয়ে দেশের অনলাইন প্ল্যাটফর্মে চলছে তোলপাড়। অন্বেষণ নামের একটি অনলাইন কোচিং সেন্টারে লাইভ ভিডিওতে ক্লাস নিচ্ছিলেন একজন শিক্ষক ও একজন শিক্ষিকা। হিসাব বিজ্ঞান বিষয়য়ক ক্লাস নেওয়ার সময় ওই দুজন কাছাকাছি আসেন এবং অন্তরঙ্গ হয়ে পড়েন।

এ ঘটনা লাইভে অংশ নেওয়া শিক্ষার্থীরাও দেখেন। আর এটা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, এমন ঘটনা ভিনদেশে ঘটতো, শুধু সংবাদপত্রেই পড়তাম। এটা যে বাংলাদেশে এভাবে ঘটবে আমি ভাবতেও পারিনি।

তবে ওই কোচিং সেন্টারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ওই দুইজন শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে ক্ষতিপূরণের অভিযোগ দায়ের করেছেন থানায়। নিউ মার্কেট থানায় অভিযোগের একটি কপি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। কোচিং সেন্টারটি বলছে, অন্বেষণকে যারা চেনে, তারা জানে অন্বেষণ কতটা সততা ও নিষ্ঠার সঙ্গে এতদিন কাজ করেছে। গতকালকের ঘটনাটি একদমই অনাকাঙ্ক্ষিত এবং এটা কখনোই অন্বেষণ সমর্থন করেনি, করে না এবং করবেও না।

তাই আমরা দেশের প্রচলিত যথাযথ আইনের আশ্রয় নিয়েছি। শিক্ষাঙ্গন একটি পবিত্র জায়গা, এই জায়গায় হওয়া অশালীনতার বিরুদ্ধে আমাদের এ পদক্ষেপ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা শতভাগ চেষ্টা করব এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে।

হাসিবুল হাসান আকাশ ও সেজান আহমেদ অর্ক নামের দুইজন কোচিং সেন্টারটির মালিক। ঘটনাটির জন্য তারা ক্ষমা চেয়েছে।

ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলছে, অন্বেষণ কেন্দ্রিক একটি বিব্রতকর ঘটনা ঘটেছে। এটা নিয়ে আমাদের দুইজনের কিছু গুরুত্বপূর্ণ  কথা- অন্বেষণ আর্টস কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান হলেও, শিক্ষার্থীদের সাপোর্টের কথা ভেবে আমরা কমার্সের কিছু ক্লাস আয়োজন করতে চেয়েছিলাম।  সেখান থেকেই হিসাববিজ্ঞানের ২ জন শিক্ষকের সঙ্গে পরিচয়। উনাদেরকে আমাদের পেইজ ও ইউটিউবের এক্সেস দিই । উনারা নিজেরাই স্টুডিও ম্যানেজ করে ক্লাসটি নেন। সেখানে আমরা কেউই উপস্থিত ছিলাম না।

তারা বলছেন, অন্বেষণ এর সঙ্গে উনাদের সম্পর্ক খুবই অল্পদিনের। উনাদের এই অপেশাদার আচরণে আমরা খুবই বিব্রত। কিন্তু এ ঘটনায় আমাদের কিছু করার ছিল না। যেহেতু আমাদের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকেই ঘটনাটি ঘটেছে, আমরা খুবই লজ্জিত ও দুঃখিত । তবে, এই দুর্যোগের সময় আমরা আপনাদের সাপোর্ট চাই। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। 

ক্ষমা চেয়ে দুজন যৌথভাবে বলেন, পেশাদারিত্বের দৃষ্টিকোণ থেকে আমাদের যা যা করা প্রয়োজন ছিল আমরা করেছি। আমরা উক্ত ইন্সট্রাক্টরদের Onneshon এর সক কার্যক্রম থেকে Permanently অব্যাহতি দিয়েছি। তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ থাকবে না। আমরা আসলে শিক্ষার্থীদের জন্য কতটুকু পরিশ্রম করছি সেটা তোমরা নিজেরাই দেখেছ আমরা কখনোই আমাদের প্ল্যাটফর্মের এরকম ক্ষতি হোক এটা চাইব না। শিক্ষার্থী ও সবার কাছে আমরা অন্বেষণ পরিবার ক্ষমা চাচ্ছি। আপনারা কেউ আমাদের ভুল বুঝবেন না দয়া করে। অন্বেষণ যেভাবে HSC শিক্ষার্থীদের সাপোর্ট দিয়ে যাচ্ছিল সেটাও অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

তবে সামাজিক মাধ্যমে এমন ঘটনা কোনোভাবেই মানতে পারছেন না নেটিজেনরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়