শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৭ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেখ হাসিনা হলের নামফলক ভাঙা নিয়ে বাগ্‌বিতণ্ডায় সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করেছেন এক শিক্ষার্থী। ৫ ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটলেও আজ মঙ্গলবার এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অপর দিকে শিক্ষকের ওপর হামলা-লাঞ্ছনার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে চবি শাখা ছাত্রশিবির। শাখা ছাত্রদলও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে।

ভুক্তভোগী ড. মোহাম্মদ কোরবান আলী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক, আর অভিযুক্ত শিক্ষার্থীর নাম আফসানা এনায়েত এমি, তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী।

১ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনে কংক্রিটে নির্মিত নৌকা ভাঙতে গেলে অভিযুক্ত ছাত্রী ওই শিক্ষকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই ছাত্রী শিক্ষককে (সহকারী প্রক্টর) শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনে কংক্রিটে নির্মিত নৌকা ভাঙতে গেলে ওই ছাত্রী বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই ছাত্রী সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাস্থলে এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে হেনস্তার ঘটনাও ঘটে।

এ বিষয়ে অধ্যাপক ড. কোরবান আলী বলেন, ‘আসলে ওই দিন পরিস্থিতি শান্ত করতে সেখানে গিয়েছি, আমরা তো কারও শত্রু নই। একপর্যায়ে ওই ছাত্রী আমাকে লাঞ্ছিত করে, যা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না।’ এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত ছাত্রীর মোবাইল ফোনে একাধিকবার কল করে সাড়া পাওয়া যায়নি। উৎস: আজকের পত্রিকা ও রাইজিং বিডি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়