শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজও অনশন করছেন তিতুমীরের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের দাবিতে ৪২ ঘণ্টা ধরে অনশন করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকাল ৫টা থেকে শুরু হওয়া অনশন আজও (শুক্রবার) চলমান রেখেছেন তারা। তাহবান্দ চত্বরে (ক্যাম্পাসের সামনের রাস্তা) জুম্মার নামাজ আদায়ের ঘোষণাও দেন তারা। এছাড়া বৃহস্পতিবার দিনভর সড়ক অবরোধ করে অনশন চালিয়ে গেলেও শুক্রবার ভোর ৪টা থেকে সড়ক ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে অনশন করা ৫ শিক্ষার্থী বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন। তাদের কয়েকজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র স্বীকৃতি না দিলে অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধিদল। সেখানে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিপ্রা রানী মণ্ডলসহ কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুগ্মসচিব মো. নুরুজ্জামান শিক্ষার্থীদের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা কথা বলেন। তারপরও শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিতে রাজি হননি। তারা তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ করার তাৎক্ষণিক ঘোষণা দেয়ার দাবি করেন। এ ঘোষণা না দিলে তারা রাজপথ ছেড়ে যাবেন না। গণঅনশন, রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। তবে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ঘোষণা করা সম্ভব নয় বলে যুগ্মসচিব শিক্ষার্থীদের জানালে তারা বলেন, তাহলে যিনি ঘোষণা করতে পারবেন, তাকে ডেকে আনতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়