শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ০৪:৫১ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিকাব পরে টকশো ইস্যুতে মুখ খুললেন সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি ও অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি: সংগৃহীত

মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি প্রশ্ন রাখেন, মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে?

আজ রবিবার দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন প্রশ্ন রাখেন সারজিস আলম।

তিনি বলেন, ‘কেউ যদি টি-শার্ট পরে টকশো করার স্বাধীনতা পায় তাহলে নিকাব পরে টকশো করার স্বাধীনতা থাকবে না কেন?’

এ সময় তিনি উদাহরণ টেনে বলে, রাজপথের সহযোদ্ধা নাফিসা ইসলাম যদি নিকাব পরে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে টক-শোতে অংশ নিতে পারবে না কেন।

এ সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনের কথা উল্লেখ করেন।

জানা গেছে, ওই বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে অংশগ্রহণের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির। নাফিসা নিকাব পরে টকশোতে আসার প্রস্তাব করলে ওই টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়।

নাফিসা ইসলাম সাকাফি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “আজকে বিকেল ৩টায় চ্যানেল আই-এ একটা টকশোতে এটেন্ড করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি যাবো বলে চ্যানেল আই এর শিকদার ভাইকে জানাই।

কিছুক্ষণ আগে শিকদার ভাই কল দেয়ার পর আমি উনাকে জানাই, "আমি নিকাব করে টকশোতে এটেন্ড করবো।" এরপর শিকদার ভাই, জাহিদ ভাইকে জানায়, নিকাব করে টকশোতে এটেন্ড করা যাবে না। 

জাহিদ ভাই আমার সাথে যোগাযোগ করলে, আমি মাস্ক পরে টকশোতে এটেন্ড করবো জানাই। জাহিদ ভাই, শিকদার ভাইকে সেটা জানায়। কিন্তু চ্যানেল আই এক্ষেত্রে আমাকে এলাউ করেনি। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টকশোর জন্য নিবে জানায়।

জাহিদ ভাই, শিকদার ভাইকে বলে, "নিকাব করে মেয়েরাও আন্দোলন করেছে। নিকাব করে কেন টকশোতে এটেন্ড করা যাবে না?" শিকদার ভাই জানায়, এটা উর্ধতন কর্মকর্তাদের ডিসিশন।

এক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনামএবং লিগাল সেলের মেম্বার ফারদিন চ্যানেল আই এর এই টকশোতে এটেন্ড করে কিনা সেটাই দেখার বিষয়।”

নাফিসা ইসলাম সাকাফির এই স্ট্যাটাসের প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে এয়ে এই পোস্ট করেন সারজিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়