শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ০৪:৪২ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত আব্দুল্লাহ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত ওই পোস্টে বলেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর বিপ্লবীদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’

তবে কী কারণে হঠাৎ এমন মন্তব্য করছেন বিষয়টি স্পষ্ট করেননি তিনি।

তার পোস্টের কমেন্ট বক্সে করা বিভিন্ন জনের মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি সরানো নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন স্ট্যাটাস দিয়েছেন।

ওই বক্তব্যে রিজভী বলেছিলেন, ‘আমি মনে করি, তার (শেখ মুজিবুর রহমান) ছবি নামিয়ে ফেলা উচিত হয়নি। খন্দকার মোশতাক নামিয়েছিলেন, জিয়াউর রহমান তুলেছিলেন।’ যদিও মঙ্গলবার বিকেলে বিএনপির দপ্তর থেকে রিজভীর এই বক্তব্যের সংশোধনী দেওয়া হয়েছে।

একই সঙ্গে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন রুহুল কবির রিজভী।
এর আগে সোমবার রাতে ‘যুদ্ধ শেষ হয়নি’ বলে ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। বৈষম্যবিরোধী আন্দোলনের পর ফের তার ফেসবুক প্রোফাইল লাল করে লিখেছেন,  সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪শে জুলাই, ২০২৪।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়