শিরোনাম
◈ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি ◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন

প্রকাশিত : ১৯ জুন, ২০২৪, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২৪, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে অধ্যাপক জাকির হোসেনের যোগদান

অধ্যাপক ড. মো. জাকির হোসেন

অপূর্ব চৌধুরী: [২] বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীরের নিকট যোগদানপত্র পেশ করেন। 

[৩] এরপর অধ্যাপক জাকির ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করেন।

[৪] গত ১৩ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় ড. জাকির হোসেনকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেন।

[৫] প্রসঙ্গত, অধ্যাপক ড. জাকির হোসেন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।  

[৬] প্রায় ২৯ বছর শিক্ষকতা জীবনে অধ্যাপক জাকির হোসেন একাডেমিক দায়িত্বের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, অর্থ কমিটির সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

[৭] তিনি জবির নীল দলের সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. জাকির। সম্পাদনা: সমর চক্রবর্তী

এআই/এসসি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়