শিরোনাম
◈ রাজনৈতিক ঐকমত্য জরুরি: কমিশনের সর্বশেষ বৈঠক আজ, সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের হাতে? ◈ সাবেক দুই সেনা কর্মকর্তার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি? ◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০২৩, ০৮:৩৮ রাত
আপডেট : ১৯ জুন, ২০২৩, ০২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুহূর্তেই ২০ হাজার টাকা ঋণ পাবেন বিকাশ গ্রাহকরা

মনজুর এ আজিজ : দেশে প্রথমবারের মতো ন্যানো লোন সার্ভিস নিয়ে এসেছে বিকাশ ও সিটি ব্যাংক। মুহূর্তেই বিকাশ গ্রাহকরা ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঝামেলা ছাড়াই নির্ধারিত সময়ে অ্যাপসের মাধ্যমে ঋণ পরিশোধ করা যাবে। কোনো কাগুজে ঝামেলা ছাড়াই ঋণ পেতে এক যুগান্তকারী সেবা নিয়ে হাজির মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস-বিকাশ।

সিটি ব্যাংকের সঙ্গে যৌথভাবে এক বছরের পাইলট প্রকল্প শেষে ২০২১-এর শেষ দিকে জামানতবিহীন ন্যানো লোন সেবা চালু করে প্রতিষ্ঠানটি। গ্রাহকের যোগ্যতা অনুযায়ী যেখানে রয়েছে বিভিন্ন অংকের ঋণ।

ঋণ পেতে বিকাশ অ্যাপের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের লোন আইকনে ট্যাপ করে মানতে হবে পরবর্তী নির্দেশনা। বার্ষিক ৯ শতাংশ সুদে থাকছে টাকা পরিশোধের সুযোগ। খরচ ছাড়াই অগ্রিম অর্থও পরিশোধ করতে পারবেন গ্রাহক। সামনের দিনে সেবার পরিধি আরো বিস্তৃত করার পরিকল্পনা বিকাশের। 

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআইবি) নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, এটি উদ্ভাবনী উদ্যোগ। সমাজে এর দরকার আছে। নিয়ন্ত্রকদের উদ্ভাবনের সুযোগ দিতে হবে। নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে। এতে যেন গ্রাহকের কোনো ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিকাশের চিপ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, বাজারে এটার চাহিদা আছে। আমরা কম খরচে, ঝামেলাবিহীন ক্রেডিটের অ্যাক্সেস চাই। এ ঋণের বণ্টন ও সংগ্রহ ঠিকমতো হলে ভবিষ্যতে ৫০ হাজার টাকা দেয়া যাবে। যেটা এখন ২০ হাজার টাকা দেয়া হচ্ছে। তিনি বলেন, কোটি মানুষকে সার্ভিস দিতে হলে আমাদের বহুমুখী ব্যাংকিং সিস্টেমে যেতে হবে। এছাড়া কোনো উপায় নেই।
উল্লেখ্য সিটি ব্যাংক থেকে এখন পর্যন্ত পৌনে ২০০ কোটি টাকা ঋণ নিয়েছেন বিকাশ গ্রাহকরা। যার ১২৫ কোটি টাকা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়