মাসুদ আলম: গত কয়েক মাস ধরে বাড়তি দামেই বিক্রি হচ্ছিলো সব ধরনের সবজি। ৬০ টাকার নিচে কোন সবজি ছিল না। সব ধরনের সবজি কেজিতে ৫-৭ টাকা কমেছে। এখন বাজারে প্রায় অধিকাংশ সবজির কেজি ৪০-৬০ টাকার মধ্যে। তবে কিছু কিছু সবজি মৌসুম না হওয়ায় সেগুলো এখনও ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
আমদানি শুরু হওয়ায় খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে। পাঁচদিনের ব্যবধানে কেজিপ্রতি ১৫ টাকা কমে এখন ৭৫-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। রসুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকা কেজি দরে। দেশি আদার কেজি ৩২০ টাকা ও চায়না আদা ৪৮০-৫০০ টাকা।
শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, পটলের কেজি ৪০, ঝিঙা ৪০ টাকা, ধুন্দল ৪০ টাকা, শসা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, গাজর ৮০ টাকা, কাঁচামরিচ ১০০-১২০ টাকা ও লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া গত ৩ সপ্তাহ ধরে ব্রযলার মুরগির কেজি ১৯০-২০০ টাকা ধরে বিক্রি হচ্ছে। সোনালির কেজি ৩০০ টাকা। এছাড়া গরুর মাংসের কেজি ৭৫০-৭৭০ টাকা।
ভাটারা নুরেরচালা বাজারের সবজি বিক্রেতা মো. সুমন বলেন, বাজারে সবজির আমদানি বেশি। তাই দাম কমতে শুরু করেছে।
ভাটারা নতুনবাজার কাঁচাবাজারে বাজার করতে আসা আমিরুল ইসলাম আমির বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় সবজি ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে দাম। তবে অন্যান্য নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখী। সরকারের উচিত নিয়মিত বাজার মনিটরিং করা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এমএ/এসবি/এসবি২