সাজিয়া আক্তার: অনেকদিন ধরে বাড়তি দাম যাওয়ার পর কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। বর্তমানে সবজি প্রতি কেজির সর্বনিম্ন দামের বলতে চলছে ৪০ থেকে ৫০ টাকা। তবে কিছু কিছু সবজি মৌসুম না হওয়ায় সেগুলো এখনও ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সূত্র: ঢাকা পেস্ট
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির বাজার কিছুটা শান্ত হয়েছে, এমনটি বলছেন বিক্রেতারা। করলা, সবুজ গোল বেগুন ও কাঁচা কলার দাম কিছুটা বাড়লেও অন্যান্য সবজির দাম কমেছে কিংবা আগের দামেই বিক্রি হচ্ছে।
বিগত কয়েক মাসের হিসাব করলে সেই তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। তবে ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এখনও সবজির দাম বাড়তিই আছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পরিবহনসহ সব ধরনের খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম কিছুটা বাড়তি ছিল। সূত্র: বাংলা নিউজ২৪
শুক্রবার (৯ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকা, শসা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঝিঙা ৪০ টাকা, ধুন্দল ৪০ টাকা, গাজর ৮০ টাকা, চাল কুমড়া ও জালি প্রতি পিস ৪০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, টমেটো ৮০ টাকা, মূলা ৪০, কাঁকরোল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
খিলগাঁও বাজারের সবজি বিক্রেতা আবুবকর সবজির দাম নিয়ে বাংলানিউজকে বলেন, সবজির বাজার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সবজির বাজার নির্ভর করে বৃষ্টির উপর। বৃষ্টি হলে সবজির ফলন ভাল হয়। তখন পাইকারি বাজারে দামও কম থাকে। তবে অতিরিক্ত বৃষ্টি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে বাজারে সবজি বেশি পরিমাণে আসছে তাই দাম কিছুটা কম। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
এসএ/এসএ