শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ১১:৪৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৩, ১২:২০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মহদিপুর বন্দর দিয়ে ১ হাজার ৬২ মেট্রিক টন পেঁয়াজ এসেছে বাংলাদেশে

মনজুর এ আজিজ: পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার পর আইপিতে টেকনিক্যাল ত্রুটি থাকায় সোমবার সকাল থেকে বন্দর দিয়ে দেশের ভেতরে আনা যায়নি। তবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর পার হয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ১১ ট্রাক ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতা মন্টু বিশ্বাস। 

এদিকে সোমবার সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে মোট ২১০টি আমদানি অনুমতিপত্র (ইমপোর্ট পারমিট বা আইপি) ইস্যু করা হয়েছে। এসব আইপির বিপরীতে একদিনে সর্বমোট ২ লাখ ৮০ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

ভোমরা বন্দরের রাজস্ব কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, আইপিতে টেকনিক্যাল ত্রুটি থাকায় আমদানি করা পেঁয়াজ সোমবার সকাল থেকে বন্দর দিয়ে দেশের ভেতরে আনা যায়নি। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেঁয়াজ নিয়ে ১১টি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ   করে। কয়েকজন ব্যবসায়ী আইপি (আমদানির অনুমতিপত্র) পেয়েছেন। 

এদিকে সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, সোমবার আমদানির প্রথম দিনে এ বন্দর দিয়ে ১ হাজার ৬২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

তিনি জানান, দুপুরের পর থেকে ভারতের মহদিপুর বন্দর দিয়ে পেঁয়াজ আসা শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত (বন্দর বন্ধ হওয়ার সময়) ৫৬টি ভারতীয় ট্রাকে ১ হাজার ৬২ মেট্রিক টনের বেশি পেঁয়াজ এসেছে।

তিনি বলেন, বেশ কিছু পেঁয়াজের ট্রাক অপেক্ষা করছে বাংলাদেশে প্রবেশের জন্য। আগামীকালও (মঙ্গলবার) পেঁয়াজের ট্রাক বাংলাদেশে আসবে। সম্পাদনা: এল আর বাদল

এমএএ/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়