মো. আখতারুজ্জামান: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্রের ডলারের দর বেড়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির মূল্যে নিম্নমুখিতা দেখা দিয়েছে। গত ১ সপ্তাহের মধ্যে তা নিচে নেমে গেছে।
এতে বলা হয়, সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৪০ ডলার ৩৯ সেন্ট। গত ৩০ মে’র পর যা সর্বনিম্ন। সূত্র: সিএনবিসি
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৫৪ ডলার ৬০ সেন্টে। এক্সিনিটির প্রধান বাজার বিশ্লেষক হ্যান ত্যান বলেন, গত মে মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে। ফলে ডলারের শক্তি বৃদ্ধি পেয়েছে। এতে স্বর্ণের আকর্ষণ কমেছে।
গত শুক্রবার অর্থনীতির তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রে। তাতে দেখা যায়, দেশটিতে কর্মসংস্থান হয়েছে ৩ লাখ ৩৯ হাজার জনের। পূর্বাভাসের চেয়ে যা ১ লাখ ৯০ হাজার বেশি। তাতে বুলিয়নের দরপতন ঘটে ১ শতাংশের অধিক। ইতোমধ্যে ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। ফলে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে স্বর্ণ কেনা সস্তা হয়ে গেছে।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক বিবরণীতে এসপি অ্যাঞ্জেল বিশ্লেষকরা বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ সীমা বৃদ্ধি চুক্তি করতে সম্মত হয়েছে হোয়াইট হাউস ও সিনেট। এতে নিরাপদ আশ্রয় সম্পদ হিসেবে স্বর্ণের আবেদন কমেছে।
তবে সিএমই ফেডওয়াচ টুল বলছে, সামনে স্বর্ণের দাম চড়া থাকবে। কারণ, সুদের হার বৃদ্ধি থেকে বিরত থাকতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আগামী ১৩ থেকে ১৪ জুন বৈঠক করবেন ব্যাংকটির কর্মকর্তারা। সেখানেই এ ঘোষণা আসতে পারে। সম্পাদনা: তারিক আল বান্না
এজে/টিএবি/এনএইচ