এল আর বাদল: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ৩০৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। ক্রীড়া খাতে গত বছরের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬২৮ কোটি টাকা। যা এবারের বাজেটের চেয়ে ৩২৫ কোটি টাকা বেশি ছিল। ফলে এবারের ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট কমেছে। সূত্র: বাংলানিউজ
বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন।
যুব ও ক্রীড়া ক্ষেত্র নিয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, শারীরিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে ক্রীড়াজগতের উন্নয়ন প্রয়োজন। তাই আধুনিক স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিংপুলনহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও সংস্কার এবং ক্রীড়া ক্লাবসমূহে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হচ্ছে। সূত্র: প্রবাসীরদিগন্ত
উল্লেখ্য, গত ২০২২-২৩ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬২৮ কোটি টাকা হলেও প্রস্তাবিত বাজেট ছিল ১,২৭৫ কোটি টাকা। সম্পাদনা: তারিক আল বান্না
এলআরবি/টিএবি/এসবি২