মনজুর এ আজিজ: পবিত্র রমজান মাসে সারাদেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিদিন সকাল সাড়ে ৯টায় কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে। তবে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
রোববার (১৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ। এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ সূচি প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, রমজানে প্রতিদিন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদের চলবে ৫ ঘণ্টা। অর্থাৎ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। তবে অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অতিরিক্ত এ দেড় ঘণ্টায় ব্যাংকগুলো আনুষঙ্গিক কাজ সম্পন্ন করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে গত ১৫ মার্চ ব্যাংকগুলোর লেনদেনের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকগুলোর জন্য ঘোষিত সময়সূচি অনুযায়ী, রমজান মাসে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়। লেনদের চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে সব ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এমএএ/এসএ