শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৬:২১ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেনদেন আড়াইটা পর্যন্ত

রমজানে আর্থিক প্রতিষ্ঠান চলবে সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা

ব্যাংক

মনজুর এ আজিজ: পবিত্র রমজান মাসে সারাদেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিদিন সকাল সাড়ে ৯টায় কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে। তবে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। এর মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। 

রোববার (১৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ। এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ সূচি প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে, রমজানে প্রতিদিন ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদের চলবে ৫ ঘণ্টা। অর্থাৎ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। তবে অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অতিরিক্ত এ দেড় ঘণ্টায় ব্যাংকগুলো আনুষঙ্গিক কাজ সম্পন্ন করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ উপলক্ষে গত ১৫ মার্চ ব্যাংকগুলোর লেনদেনের জন্য নতুন সময়সূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলোর জন্য ঘোষিত সময়সূচি অনুযায়ী, রমজান মাসে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়। লেনদের চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে সব ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এমএএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়