শিরোনাম

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৯ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

জলবায়ু নিয়ে কথা বেশি, কাজ কম: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা ও প্রতিশ্রুতি অনেক হলেও বাস্তবায়ন কম। দুর্যোগ মোকাবিলায় বছরে অন্তত ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন, অথচ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১ থেকে দেড় বিলিয়ন ডলার আনতেই ভোগান্তি পোহাতে হয়।

আজ সোমবার রাজধানীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যৌথ আয়োজনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, “মানবসৃষ্ট দুর্যোগও এখন কম নয়। প্রকৃতির ক্ষতির বড় কারণও মানুষ। বিজ্ঞানী, নীতিনির্ধারক, প্রতিষ্ঠান, অর্থদাতা ও জনগণ—এই পাঁচ পক্ষ একসাথে কাজ না করলে জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় অনেকটা এগিয়ে আছে। আগুন লাগলে ফায়ার সার্ভিস আসার আগেই মানুষ ঝাঁপিয়ে পড়ে। স্থানীয়ভাবে দুর্যোগ মোকাবিলার এই সক্ষমতাকে কাজে লাগাতে সচেতনতা বাড়াতে হবে।”

সালেহউদ্দিন আহমেদ জানান, “আমরা বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও বাড়ছে। সামনের দিনে আইএমএফের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের জন্য আলোচনা হবে।”

তিনি সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষকে সতর্ক করার কাজটা গণমাধ্যমকেই করতে হবে। শিশুদেরও ছোটবেলা থেকে সচেতন করে তুলতে হবে।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিকেএসএফ চেয়ারম্যান ড. জাকির আহমেদ খান বলেন, “জলবায়ু পরিবর্তন এ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জ। এ বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথি ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, “জলবায়ু তহবিল থেকে অর্থ আনতে হলে আমাদের ক্ষতির বাস্তবচিত্র তুলে ধরতে হবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “ডেঙ্গু, সিলেটের বন্যা কিংবা মাতৃমৃত্যু—সবকিছুর সঙ্গেই জলবায়ু পরিবর্তনের প্রভাব জড়িত। কিন্তু আমরা এসব বৈশ্বিক পরিসরে তুলে ধরতে পারছি না। ফলে অর্থ পাওয়ার কেস দুর্বল হয়ে যাচ্ছে।”

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন গণমাধ্যমের ৬০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়