শিরোনাম
◈ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ◈ সাংবাদিকের লাশ মিলল রূপসা সেতুর নিচে, স্ত্রী নিখোঁজ ◈ #TrumpIsDead গুজব উড়িয়ে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া: “জীবনের সেরা সময় কাটাচ্ছি” ◈ বাংলাদেশের ওপর দিয়ে যে মারাত্মক ঝড় বয়ে যাচ্ছে এতে অর্থনীতি-রাজনীতি-সমাজ সবকিছু বিপর্যস্ত: দেবপ্রিয় ভট্টাচার্য ◈ আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে আরও সাতটি দলের বৈঠক ◈ শি’র পছন্দের ‘হংকি’ গাড়িতে সফর করবেন মোদি, নতুন মাত্রায় দিল্লি-বেইজিং সম্পর্ক ◈ জাপা নিষিদ্ধের পক্ষে জামায়াত এনসিপি, রাজি নয় বিএনপি ◈ খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ ◈ ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক পুনর্গঠনে সতর্ক দৃষ্টিতে ভারত ◈ দে‌শের ক্রিকেট সাম‌নে এ‌গি‌য়ে নি‌তে সবাইকে ক্ষুধার্ত হতে হবে পারফর্ম করার জন্য : পাইলট

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

তৈরি পোশাক শিল্পের এইচআরডিডি বিষয়ে বিলসের দুই দিনের প্রশিক্ষণ শুরু 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ-বিলস মন্ডিয়াল এফএনভি-এর সহায়তায় সাংবাদিকদের জন্য তৈরি পোশাক খাতে হিউম্যান রাইটস ডিউ ডিলিডেন্স বিষয়ে দুই দিনব্যাপী সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার রাজধানীর হোটেল এশিয়ায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিলস উপদেষ্টা পরিষদ সদস্য নইমুল আহসান জুয়েল। অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনডিয়াল এফএনভির কনসালট্যান্ট মো. শাহিনুর রহমান, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্টস ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের দপ্তর সম্পাদক জাকির হোসেন, সিনিয়র প্রশিক্ষক মো. মোতাহের হোসেন এবং বিলস-এর উপ-পরিচালক মো. ইউসুফ আল-মামুন। প্রশিক্ষণটি ৩১ আগস্ট, ২০২৫ পর্যন্ত চলবে।

উল্লেখ্য, এইচআরডিডি প্রক্রিয়ার জাতীয় প্রেক্ষাপটে সাংবাদিকদের সক্ষমতা উন্নয়নের জন্য বিলস এই প্রশিক্ষণের আয়োজন করে। বিভিন্ন উৎস থেকে এ সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সাংবাদিকদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রিসোর্স টুলকিট এবং প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করা হয়েছে, যা তাদের রিপোর্টিং, উপসম্পাদকীয় এবং কলাম লেখার ক্ষেত্রে সহায়ক হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে তৈরি পোশাক শিল্প বড় ভূমিকা রাখছে, তবে জার্মানীসহ ইউরোপীয় দেশগুলো সরবরাহ চেইনে মানবাধিকার নিশ্চিতকরণে আইনী সুরক্ষা বৃদ্ধি করার কারণে এ শিল্পে শ্রমিকের মানবাধিকার নিশ্চিত করতে না পারলে ২০২৯ সালের পর থেকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্রয় আদেশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এ বিষয়ে সরকার, মালিক, শ্রমিকসহ গণমাধ্যমের এখন থেকেই সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে অনুষ্ঠানে জানানো হয়।

নইমুল আহসান জুয়েল তার বক্তব্যে বলেন, বিলস এইচআরডিডি বিষয়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে, যাতে তারা তাদের প্রতিবেদনের মাধ্যমে এ বিষয়টি তুলে ধরে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখতে পারে। তিনি সরবরাহ শৃঙ্খলে মানবাধিকার রক্ষার জন্য সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন।
পোশাক শিল্পের প্রসঙ্গ উল্লেখ করে শাহিনুর রহমান বলেন, তুলা চাষ থেকে শুরু করে ভোক্তাদের কাছে পণ্য সরবরাহ পর্যন্ত প্রতিটি পর্যায়ে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।

এর মধ্যে রয়েছে সময়মতো মজুরি প্রদান, পর্যাপ্ত বিশ্রাম, নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ এবং মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা। সরবরাহ শৃঙ্খলে অধিকার লঙ্ঘন রোধে এইচআরডিডি ব্র্যান্ড এবং ক্রেতাদের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি। এই শৃঙ্খলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কারখানাগুলোকে অবশ্যই মানবাধিকার ও শ্রম অধিকার লঙ্ঘনকারী কার্যকলাপ রোধ করতে হবে, ফলে নিয়োগকর্তা এবং শ্রমিকদের মধ্যে কর্মক্ষেত্রে অস্থিরতা এবং দ্বন্দ্ব  হ্রাস হবে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্র্মী ও বিলসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়