শিরোনাম
◈ নেপালে জেন-জিদের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত অন্তত ১৪, কাঠমান্ডুতে কারফিউ জারি ◈ ইসি থেকে অফিসিয়ালি নির্দেশনা না পেলেও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে: সেনাসদর (ভিডিও) ◈ রাষ্ট্রপতির বিশেষ সাং‌বিধা‌নিক আদেশে জুলাই সনদের রূপায়ণ? ◈ 'মাকে লোকে ভয় দেখিয়েছিল, মেয়ে এই কাজ করলে বিয়ে হবে না' ◈ যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ◈ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই ◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও)

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ০৫:৩০ বিকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গম আমদানি চুক্তি

ডয়চে ভেলের প্রতিবেদন।। ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপ ঠেকাতে আগামী পাঁচ বছর অ্যামেরিকা থেকে বছরে সাত লাখ টন গম আমদানির জন্য চুক্তি সই করেছে বাংলাদেশ৷
বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় এবং মার্কিন বাণিজ্য গোষ্ঠী ইউএস হুইট অ্যাসোসিয়েটসের মধ্যে ঢাকায় একটি সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এই চুক্তি আনুষ্ঠানিক রূপ পেয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স৷

১ আগস্ট থেকে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন৷ এই প্রেক্ষাপটে এমন চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের কর্মকর্তারা৷

ঢাকার কর্মকর্তারা আশা করছেন, এই চুক্তিটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ছয় বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে৷ এর ফলে বাংলাদেশের মূল রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের রপ্তানির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির পথ প্রশস্ত হবে বলেও মনে করছেন তারা৷

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, ‘‘চুক্তিটি কেবল প্রতিযোগিতামূলক মূল্যে উচ্চমানের গমের স্থিতিশীল সরবরাহই নিশ্চিত করবে না বরং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কও জোরদার করবে৷''

তিনি বলেন, ‘‘এই পদক্ষেপটি পারস্পরিক আস্থা তৈরি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা গভীর করার ক্ষেত্রে আমাদের ইচ্ছার প্রতিফলন ঘটায়৷''

বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র৷ মার্কিন শুল্ক বৃদ্ধির ফলে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীদের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

গম আমদানির চুক্তিটিকে ওয়াশিংটনের অবস্থান পুনর্বিবেচনা করা এবং শুল্ক নিয়ে আলোচনার দরজা খোলা রাখার জন্য একটি বৃহত্তর কূটনৈতিক ও বাণিজ্য কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে৷

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, শুল্ক কমানোর প্রচেষ্টায় অ্যামেরিকার সঙ্গে আলোচনা চলছে৷

বাংলাদেশ এখন প্রতি বছর প্রায় ৭০ লাখ টন গম আমদানি করে৷ খরচ কম হওয়ায় এর বেশিরভাগই কৃষ্ণ সাগরীয় অঞ্চল, যেমন ইউক্রেন বা রাশিয়া থেকে আনা হয়৷

দাম বেশি হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে কেবল অল্প পরিমাণ উচ্চমানের গম আমদানি করতো বাংলাদেশ৷

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়