শিরোনাম
◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১ ◈ ইরানে ফের হামলার পরিকল্পনা ইসরায়েলের ◈ ওবামা দম্পতির বিয়েবিচ্ছেদের গুজব উড়িয়ে মিশেল বললেন: "এক মুহূর্তের জন্যও বারাককে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি" ◈ কুমিল্লায় হত্যার রহস্য উন্মোচন: ঋণের টাকা পরিশোধ করতে অটো চালক বন্ধুকে কুপিয়ে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেফতার ◈ গোয়েন্দা ব্যর্থতায় হাসিনার পতন, কলকাতায় বসে দাবি হাছান মাহমুদের ◈ দুর্দান্ত খে‌লে‌ছে বাংলা‌দেশ নারী দল, ভুটান‌কে হারা‌লো ৩-০ গো‌লে ◈ ১৮ জুলাই যে পদ্ধতিতে ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট পাবেন গ্রাহকরা ◈ মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

এনবিআর আন্দোলন ঘিরে রাজস্ব ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি

নিজস্ব প্রতিবেদক : চেয়ারম্যানের পদত্যাগ ও অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) অর্থনৈতিক সম্পদ বিভাগের (আইআরডি) এক আদেশে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৩০ দিনের মধ্যে সরকারকে প্রতিবেদন দাখিল করবে।

আইআরডির যুগ্ম সচিব সৈয়দ রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটিতে অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, এনবিআর, আইআরডি, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ও বিজিএমইএর প্রতিনিধি রাখা হয়েছে। আইআরডির একজন উপ-সচিব কমিটির সদস্য সচিব হবেন।

কমিটি ২৮ ও ২৯ জুন দুই দিন চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ থাকাকালীন সময়ে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ণয় করবে। কমিটি দুই মাস কর্মসূচি পালনের কারণে সকল কাস্টম, এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউজ, কাস্টমস বন্ড কমিশনারেট এবং এর আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর বা অন্যান্য দপ্তর সমূহের এবং কর অঞ্চল সমূহের রাজস্ব ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে।

কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি পালনকালে শুল্কায়ন কার্যক্রম এবং সকল স্থলবন্দর ও নৌ-বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমের ক্ষয়ক্ষতিসহ দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে সরকারকে প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়