শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ১০:৫২ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের দশম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী ইরান

২০২৪ সালের অক্টোবরে ইরান বিশ্বব্যাপী দশম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশে পরিণত হয়। দেশটি ঠিক ব্রাজিলের পরেই রয়েছে। ব্রাজিল এই সময়ে ৩ দশমিক ১ মিলিয়ন টন ইস্পাত উৎপাদনে সক্ষম হয়। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডাব্লিউএসএ) পরিসংখ্যানে এই চিত্র দেখা গেছে।

ডাব্লিউএসএ পরিসংখ্যান মতে, গত বছরের একই মাসের তুলনায় অক্টোবরে ইরানের ইস্পাত উৎপাদন কিছুটা কমেছে।


ফারস বার্তা সংস্থার রোববারের প্রতিবেদনে উদ্ধৃত পরিসংখ্যানগুলিতে দেখা যায়, ইরান অক্টোবরে ৩ মিলিয়ন মেট্রিক টন (এমটি) ইস্পাত উৎপাদন করেছে। যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ কম।

পরিসংখ্যানগুলি দেখায় যে, অক্টোবরে ইরানের ইস্পাত উৎপাদন পশ্চিম এশিয়া অঞ্চলের মোট উৎপাদনের ৬০ ভাগ ছিল। এই সময়ে আঞ্চলিক উৎপাদন বছরে ৫ দশমিক ৪ বেড়ে ৫ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছে।

বিশ্ব ইস্পাত সমিতির তথ্যমতে, ইরান অক্টোবরে বিশ্বের দশম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশে পরিণত হয়। দেশটি ৩ দশমিক ১ মিলিয়ন মেট্রিক টন উৎপাদনকারী দেশ ব্রাজিলের পরেই অবস্থান করছে। সূত্র: মেহর নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়